সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (এসআইআইএমএ) সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে হাজির হয়ে এ পুরস্কার গ্রহণ করেন তেলেগু সিনেমার এই দুই তারকা।
সুকুমার পরিচালিত আলোচিত সিনেমা ‘পুষ্পা টু’। বক্স অফিসে ঝড় তোলা এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। গত বছরের ৪ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে ১৭৪২ কোটি রুপি।
‘পুষ্পা টু’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুকুমার। প্রশান্ত ভার্মা ‘হনুমান’ সিনেমার জন্য সেরা পরিচালকের (সমালোচক) পুরস্কার পেয়েছেন। একই সিনেমার জন্য সেরা অভিনেতার (সমালোচক) পুরস্কার পেয়েছেন তেজা। ‘লাকি ভাস্কর’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পেয়েছেন মীনাক্ষী চৌধুরী।
তাছাড়া সেরা পার্শ্ব-অভিনেতা অমিতাভ বচ্চন, সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনা বেন। তারা দুজনেই ‘কালকি’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তারা।
তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। ২০১২ সালে দুবাইয়ে এ পুরস্কার প্রদানের প্রথম আসর বসে। এরপর থেকে নিয়মিত এ পুরস্কার প্রদান করে আসছে আয়োজকরা।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।