বিনোদন ডেস্ক : অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন জয়া আহসান। দুই জায়গায় তাই সমানতালে অভিনয় করছেন তিনি। বাংলাদেশে অভিনয়ের জন্য সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন তিনি। তবে বিদেশেও তার সাফল্য কম নয়।
সম্প্রতি কলকাতার আনন্দলোক পুরস্কার ২০২২-এ সেরা কেন্দ্রীয় চরিত্রের জন্য এই পুরস্কার পেলেন তিনি। অতনু ঘোষ পরিচালিত বিনিসুতোয় সিনেমায় অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেলেন জয়া আহসান। এটির রেশ না কাটতেই দেশের একটি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া।
এ প্রসঙ্গে তিনি বলেন, কাজের জন্য যে কোনো পুরস্কারই আনন্দ দেয়। উৎসাহিতও করে। পুরস্কার পাওয়া মানে আরও ভালো করার চ্যালেঞ্জের দিকে অগ্রসর হওয়া। আমি মনে করি অভিনয়ে আরও দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি আছে আমার জন্য।
এদিকে এই অভিনেত্রীর অভিনীত ‘বিউটি সার্কাস’ নামের একটি সরকারি অনুদানের সিনেমা সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মাহমুদ দিদারের পরিচালনায় সার্কাস খেলাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।