বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পেট্রোল ও অকটেন চালিত গাড়ির জ্বালানি খরচ অনেক। এসব গাড়ির রক্ষণাবেক্ষণ খরচও অত্যাধিক। আবার এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। তাই অনেকেই ইলেকট্রিক গাড়ি কিনবেন বলে ঠিক করছেন। কিন্তু এসব গাড়ির দাম চড়া। তবে আপনাকে আজ এমন একটি গাড়ির খোঁজ জানানো হবে যার দাম হাতের নাগালে। ছোট আকারের এই গাড়ি এনেছে মরিস গ্যারেজ বা এমজি। যার মডেল এমজি উইন্ডসর ইভি।
এই ক্রসওভার ইলেকট্রিক গাড়িটির দাম ভারতে মাত্র ১৩ লাখ ৫০ হাজার রুপি। বলা রাখা ভালো, এমজি প্রাইভেট কার বাংলাদেশেও বিক্রি হয়।
জানিয়ে রাখি, এমজি উইন্ডসর ইভি ভারতের প্রথম ইলেকট্রিক গাড়ি যা ‘ব্যাটারি অ্যাজ এ সার্ভিস’ বেছে নেওয়া যায়। অর্থাৎ ব্যাটারি ভাড়া পাওয়া যায়। এর ফলে গাড়িটি ১০ লাখ রুপিতে কেনা যায়। ব্যাটারি রেন্টে নিতে হলে অতিরিক্ত ৩.৫ লাখ রুপি দিতে হয়।
উল্লেখ্য, ইতিমধ্যেই এই গাড়ির বুকিং ভারতে শুরু হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় বুকিংয়ের সংখ্যা ১৫ হাজার বুকিং জমা পড়েছে। এমজি মোটর তাদের এই গাড়িটি একটি ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল বা সিইউভি বলে দাবি করেছে। এটি তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে।
এমজি উইন্ডসর ইভি-তে উল্লেখযোগ্য় ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে একটি ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, একটি বিস্তৃত কাচের ছাদ এবং শীর্ষ ট্রিমে এরো লাউঞ্জ সিট। গাড়িটি চারটি রঙে পাওয়া যাচ্ছে – স্টারবার্স্ট ব্ল্যাক, পার্ল হোয়াইট, ক্লে বেইজ এবং ফিরোজা গ্রিন।
প্রসঙ্গত, ভারতের বাজারে সদ্য লঞ্চ হওয়া এমজি উইন্ডসর ইভি ফুল চার্জে ৩৩২ কিলোমিটার পথ চলতে পারবে বলে দাবি করা হয়েছে। এর মোটর থেকে ১৩৪ বিএইচপি শক্তি এবং ২০০ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে রয়েছে চারটি রাইডিং মোড – ইকো+, ইকো, নর্মাল এবং স্পোর্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।