বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জাগতিক সবকিছুকে ছাড়িয়ে জীবনের মূল্য অনেক বেশি। জীবন না থাকলে কোনো কিছুরই মূল্য নেই। সেই মূল্যবান জীবন অনেক সময় নাই হয়ে যায় বাইক দুর্ঘটনায়। বিষয়টি বিবেচনায় নিয়ে জাপানি প্রতিষ্ঠান সুজুকি তাদের বাইকে নিয়ে আসতে যাচ্ছে নতুন প্রযুক্তি।
প্রযুক্তিটি হলো বিপদের বার্তা পাঠানোর একটি ডিভাইস। পথে দুর্ঘটনা ঘটলে চালকের পরিবারের কাছে বার্তা পাঠাবে ডিভাইসটি। সিস্টেমটির নাম এসওএস। সুজুকির এসওএস সিস্টেমের লক্ষ্য হল দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে আচ করে সেই অনুযায়ী বার্তা পাঠানো।

বাইকারের শরীরের সাথে সংযুক্ত সেন্সরের মাধ্যমে তার আঘাতের পরিমাণ সম্পর্কেও আন্দাজ করবে ডিভাইসটি। চালক দাঁড়িয়ে রয়েছেন নাকি মাটিতে শুয়ে রয়েছেন তার ওপর নির্ভর করবে সঙ্কেতের ধরন। মনে করা হচ্ছে, বাজারে আসতে যাওয়া সুজুকির স্পেশাল বাইক হায়াবুসায় এ ব্যবস্থা থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



