আন্তর্জাতিক ডেস্ক : বন্ধুর বিয়ে মানেই জমজমাটি আসর। কী পরবেন, কী সাজবেন বহু দিন আগে থেকেই তা স্থির হয়ে যায়। বন্ধুর বিয়েতে তাঁর উপস্থিতি যেন সেই বন্ধুর চিরদিন মনে থাকে সেই জন্য নানা কায়দা করে আজকের প্রজন্ম। কখনও অদ্ভুত রকমের উপহারের বাহার আবার কখনও ছোটখাটো মশকরা, নানা কীর্তি-কলাপই ভাইরাল হয়।
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে বন্ধুকে চমকে দিতে শাড়ি পড়ে হাজির তাঁর পুরুষ বন্ধুরা। ঘটনাটি ঘটেছে শিকাগো শহরে। ভারতীয় বংশোদ্ভূত বরকে তাঁর দুই বন্ধুকে দেখে একেবারে চমকে গিয়েছেন। নেটমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও।
ভিডিওতে দেখা গিয়েছে, বৌয়ের জন্য অপেক্ষা করছেন বর। পিছন ফিরতেই তাঁর চক্ষু চড়ক গাছ! বৌ কই? এ তো বৌয়ের বেশে তারই দুই বন্ধু। পরনে সিল্কের শাড়ি সঙ্গে মানানসই ব্লাউজ, কপালে আবার রয়েছে টিপ। দুই বন্ধুর পাগলামি দেখে বেজায় খুশি বর মশাই।
এই ভিডিও দেখে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। এক মহিলা লিখছেন, ‘‘এত পরিপাটি করে শাড়ি আমি নিজেই পরতে পারি না!’’ আর এক জন লিখেছেন, ‘‘বন্ধুদের পক্ষে তো সবই সম্ভব!’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।