বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যারা কম দামে সুন্দর ফিচার সহ স্মার্টফোনের খোঁজ করছেন তাদের জন্য 7 হাজার টাকার চেয়ে কম দামে Realme Narzo N61 একটি দারুণ অপশন। এই ফোনে 4GB RAM, Dynamic RAM ফিচার, 90Hz স্ক্রিন এবং 5,000mAh Battery এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই ফোনটি কোথায় এবং কত দামে কেনা যাবে সেই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।
7000 টাকার কম দামে ফোন
Realme Narzo N61 ফোনটি 4GB RAM + 64GB Storage সহ মাত্র 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে শপিং সাইট আমাজনে এই ফোনের দামে 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড় কুপন হিসাবে দেওয়া হচ্ছে এবং যে কোনো গ্রাহক এই সুবিধা পাবেন। এমনকি এই সুবিধা পাওয়ার জন্য কোনো বিশেষ ব্যাঙ্কের কার্ড প্রয়োজন নেই। 500 টাকা ছাড়ের ফলে 4GB RAM সহ এই ফোনটির দাম মাত্র 7 হাজার টাকার চেয়েও কম দামে কেনা যাবে।
শপিং সাইট আমাজনে Realme Narzo N61 ফোনে 1 টাকা এক্সট্রা বেনিফিট পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে এই ফোনটি 6,998 টাকা দামে কেনা যাবে। এই স্মার্টফোন Voyage Blue এবং Marble Black কালার অপশনে সেল করা হয়। জানিয়ে রাখি এই ফোনের 6GB RAM + 128GB Storage মডেল ₹8,499 দামে সেল করা হয়।
ডিসপ্লে: Realme Narzo N61 স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 560nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: Realme Narzo N61 4G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনটিতে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত UNISOC T612 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি57 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: Realme Narzo N61 স্মার্টফোনটি 4GB RAM এবং 6GB RAM স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 6GB Dynamic RAM ফিচার যোগ করা হয়েছে, যার ফলে ফিজিক্যাল RAM সহ এই ফোনে 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে 2TB মেমরি কার্ড সাপোর্ট করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme Narzo N61 স্মার্টফোনটিতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 32MP Super Clear Camera দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট ও 10 ওয়াট চার্জিং সহ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
অন্যান্য: Realme Narzo N61 স্মার্টফোনটিতে AI Boost Engine ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং IP54 প্রোটেকশন সহ Bluetooth 5.0 এবং 5GHz Wi-Fi এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।