বেস্ট সেলিং মোটরসাইকেল এখন পালসার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হিরো মটোকর্পকে টেক্কা দিয়ে বেস্ট সেলিং মোটরসাইকেল এখন বাজারের পালসার। ভারতে মাটিতে শক্ত জায়গা করে নিয়েছে এই সিরিজ।

১২৫ সিসি বাইকের বিক্রিতে প্রতিযোগিতা ক্রমশ জমে উঠেছে। মূলত, এই সেগমেন্টেই পাখির চোখ করে রাখে হিরো। গ্ল্যামার, প্যাশনের মতো রয়েছে বাইক। কিন্তু বিক্রির নিরিখে হিরোকে ছাপিয়ে গিয়েছে বাজাজ পালসার।

ভারতের বৃহত্তম টু হুইলার কোম্পানি হিরো মটোকর্প। এই কোম্পানির ঝুলিতে রয়েছে গ্ল্যামার, প্যাশনের মতো জনপ্রিয় বাইক। বিক্রির নিরিখে তাদের রেকর্ড বেশ ভালো। তবে গত কয়েক মাসে কোম্পানির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে হোন্ডা। ১২৫ সিসি বাইকের মধ্যে শাইন এবং এসপি ১২৫ লঞ্চ করে সাড়া ফেলেছে তারা।

হিরো আধিপত্য যেখানে সবথেকে বেশি সেখানেই আঘাত করেছে জাপানি কোম্পানিটি। তবে সত্যিকারের অর্থে হিরো মটোকর্পকে আসল টক্কর দিয়েছে বাজাজ অটো। একটি ভারতীয় কোম্পানি আরেক ভারতীয় কোম্পানিকে বিক্রিতে পেছনে ফেলেছে।

ভারতে হিরো সুপার স্প্লেন্ডর এবং হিরো গ্ল্যামার যত না বেশি বিক্রি হয়েছে, তার থেকে অনেক বেশি বাইক বিক্রি করেছে বাজাজ অটো। বাজাজ পালসার ১২৫ এই তালিকায় শীর্ষে উঠে এসেছে। সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, বাজাজ পালসার বিক্রি হয়েছে ৬৭ হাজার ২৫৬ ইউনিট।

পরিসংখ্যান বলছে, গত ৬ মাসে বাজাজ পালসার ভালো পারফর্ম করেছে ভারতীয় বাজারে। ৬ মাসের ব্যবধানে ৪ লাখের বেশি বাইক বিক্রি করেছে বাজাজ।