বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন কেনার পর এর স্ক্রিনকে সুরক্ষিত রাখতে অনেকেই টেম্পার্ড গ্লাস লাগিয়ে রাখেন। বাজারে বহু ধরনের টেম্পার্ড গ্লাস পাওয়া যায়। সেগুলির দাম ৩০ টাকা থেকে শুরু করে দু’হাজার টাকা পর্যন্ত হতে পারে। এখন প্রশ্ন হল, কোন টেম্পার্ড গ্লাস সবচেয়ে ভাল? কোনগুলির থেকে দূরে থাকা উচিত? আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।
বর্তমানে বাজারে দু’ধরনের টেম্পার্ড গ্লাস বিক্রি হয়। একটি কাচের তৈরি, অপরটি প্লাস্টিকের। দ্বিতীয়টির পোশাকি নাম স্ক্রিন প্রোটেক্টর। দু’টি মধ্যে কোনটি ভাল, সেটা বুঝতে হলে আগে এর কার্যকারিতা জানতে হবে। টেম্পার্ড গ্লাস স্ক্রিনে স্ক্যাচ বা দাগ পড়ার হাত থেকে স্মার্টফোনকে রক্ষা করে থাকে। তা ছাড়া কোনও কারণে দুর্ঘটনাবশত হাত থেকে ফোন পড়ে গেলে স্ক্রিন নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। সেই ধরনের ঘটনায় বাড়তি নিরাপত্তা দিয়ে থাকে টেম্পার্ড গ্লাস।
বিশেষজ্ঞদের দাবি, প্লাস্টিকের চেয়ে কাচের টেম্পার্ড গ্লাস তুলনামূলক ভাবে বেশি মজবুত। এটি দু’ভাবেই ফোনের স্ক্রিনকে রক্ষা করতে সক্ষম। প্লাস্টিকের প্রোটেক্টর স্ক্যাচ পড়া থেকে রক্ষা করতে পারলেও, ফোন পড়ে গেলে স্ক্রিনকে বাঁচাতে পারে না। সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে প্লাস্টিকের স্ক্রিন প্রোটেক্টর ভেঙে যায়। সেই সঙ্গে স্ক্রিনের পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
কাচের তৈরি টেম্পার্ড গ্লাসের আবার অনেক ধরন রয়েছে। সেগুলি হল, ৬এইচ, ৯এইচ, ৯ডি, ১১ডি, ইউভি এবং কার্ভড। এর মধ্যে শেষেরটির স্ক্রিনে লাগালে আলাদা অভিজ্ঞতা পাওয়ার সুযোগ রয়েছে। আবার কার্ভড স্ক্রিনের স্মার্টফোনের জন্য আলাদা ধরমের টেম্পার্ড গ্লাস পাওয়া যায়। ফোন ভাল রাখতে বিশেষজ্ঞেরা ব্র্যান্ডেড গ্লাস কেনার পরামর্শ দিয়ে থাকেন। এ ছা়ড়া মেমব্রেন নামের এক ধরনের পাতলা প্লাস্টিকের ফিল্ম পাওয়া যায়। ফোনের গ্রাহকরা স্ক্রিনের উরর সেটিকেও ব্যবহার করতে পারেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel