বিশ্বজুড়ে পর্যটন শিল্প এখন অন্যতম অর্থনৈতিক স্তম্ভ। ভারতের মতো দেশেও এই শিল্প বহু রাজ্যের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এবার রাষ্ট্রসংঘের পক্ষ থেকে পর্যটনের সর্বশ্রেষ্ঠ গ্রামের মর্যাদা পেয়েছে ইউরোপের মনোরম দেশ স্লোভেনিয়ার ব্লেড (Bled) গ্রাম।

বিশ্ব পর্যটনে একটি স্থানকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া মানে শুধু তার সৌন্দর্যের স্বীকৃতি নয়, বরং সেই এলাকার আর্থিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বড় সুযোগ তৈরি হয়। ব্লেড এমনই এক জায়গা, যা তার মনোমুগ্ধকর হ্রদ, দ্বীপ এবং ঐতিহাসিক চার্চের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
রাষ্ট্রসংঘ জানিয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং গ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা।
স্লোভেনিয়ার শান্ত ও প্রকৃতিসমৃদ্ধ এই গ্রামটিতে প্রায় ৮ হাজার মানুষের বসবাস। হ্রদের ধারে রয়েছে একটি প্রাচীন দুর্গ, যার মধ্যে আছে সংগ্রহশালা, প্রার্থনাস্থল এবং একটি ঐতিহাসিক ছাপাখানা। আর হ্রদের মাঝখানে ছোট্ট দ্বীপে অবস্থিত মাতা মেরিকে উৎসর্গ করা চার্চটি পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ।
রাষ্ট্রসংঘের তথ্যমতে, ২০২৫ সালের বিশ্ব পর্যটনের সর্বশ্রেষ্ঠ গ্রাম নির্বাচনের পঞ্চম পর্বে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ৫২টি গ্রামকে এই মর্যাদা দেওয়া হয়েছে। ৬৫টি সদস্য রাষ্ট্রের পাঠানো ২৭০টিরও বেশি আবেদনপত্রের মধ্যে বাছাই করে এই তালিকা তৈরি করা হয়।
ব্লেডের নাম যুক্ত হওয়ায় স্লোভেনিয়ার পর্যটনে যুক্ত হলো এক নতুন অধ্যায়। এর আগে ২০২১ সালে সোলকাভা ও রাদভ্লজিকা এবং ২০২২ সালে বোহিঞ্জকে একই সম্মানে ভূষিত করা হয়েছিল।
চীনের হুঝোউ শহরে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয় যে, এ বছর নতুনভাবে যুক্ত হওয়া ৭২টি গ্রামসহ বর্তমানে ৩১৯টি গ্রাম রাষ্ট্রসংঘের স্বীকৃত “বিশ্বের সর্বশ্রেষ্ঠ পর্যটন গ্রাম”-এর মর্যাদা ধরে রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



