জুমবাংলা ডেস্ক : সরকারি বেতন-ভাতা নেবেন না প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ জন্য তার নিয়োগ অবৈতনিক করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রজ্ঞাপনের বিষয়টি প্রকাশ্যে আসে।
নতুন প্রজ্ঞাপনে আগের প্রজ্ঞাপনের শর্ত পুনর্বিন্যাস করার কথা বলা হয়েছে। পুনর্বিন্যাস করা প্রজ্ঞাপনে লুৎফে সিদ্দিকীর নিয়োগ বৈতনিক বলে উল্লেখ করা হয়। তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত থাকাকালীন যে সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন তা হলো সরকারি কাজে ব্যবহৃত গাড়ি; এবং সরকারি ভ্রমণের ক্ষেত্রে নগদ ভাতা নেওয়া ছাড়া প্রকৃত যাতায়াত ও আবাসন সুবিধা।
ফুটবল বিশ্বে আমাদের মেয়েরাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর : তাবিথ আউয়াল
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর লুৎফে সিদ্দিকীকে প্রধান উপদেষ্টার দূত নিয়োগ দেওয়া হয়। ওই সময়ে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। আগের প্রজ্ঞাপনে পদমর্যাদার বিষয়টি স্পষ্ট করা হলেও নতুন করে জারি করা প্রজ্ঞাপনে পদমর্যাদার কথা উল্লেখ করা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।