প্রেমিকের এই পোস্টটি দেখে লজ্জায় লাল শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : রোশান সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলেও নতুন প্রেমে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব‌্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। অভিরূপের সঙ্গে একাধিকবার মালদ্বীপ ভ্রমণেও গিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে অভিরূপকে ‘বিশেষ বন্ধু’ বলে মন্তব্য করেছেন শ্রাবন্তী।

শ্রাবন্তী

অভিরূপ পেশায় ব্যবসায়ী। পেশাগত সম্পর্কেও জড়িয়েছেন তারা। অভিরূপের কনফেশনারি কোম্পানির প্রচারের মুখ হয়েছেন শ্রাবন্তী। গতকাল রাতে ইনস্টাগ্রামে অভিরূপ তার ড্রিম গার্লের কথা জানান। কেমন জীবনসঙ্গিনী পছন্দ করেন তা ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন। আর এই পোস্টে মন্তব্য করেছেন প্রেমিকা শ্রাবন্তী।

অভিরূপ তার পোস্টে লিখেন—‘আমার আদর্শ সঙ্গীর মাঝে পাগলামি রয়েছে। কিন্তু যার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলা যায়। আমার জন্য কেউ বেশি পাগল হয় না। তাই যত পাগলি ততই ভালো। আমি ক্রেজি মেয়েকেই ভালোবাসি।’ আর এই পোস্টে শ্রাবন্তী চোখে হাত রাখা বানরের ইমোজি শেয়ার করেছেন। যার অর্থ হলো লজ্জা মেশানো ভয়! অভিরূপের মন্তব্যে যে লাজে রাঙা নায়িকা, তা বেশ স্পষ্ট।

সম্প্রতি অভিরূপের তিনটি ভালো দিকের কথা জানান শ্রাবন্তী। এ অভিনেত্রী বলেন—‘মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হলো কাজের পর খুব ল্যাদ খায়; জিম করতে বলি তাও করে না।’

শ্রাবন্তীর জীবনের সঙ্গে অভিরূপের পরিবারও জড়িয়ে পড়েছে। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘অভিরূপ, ওর পরিবার, ওর বন্ধুরা এখন আমার পাশে থাকে। আরবানার অনেকে আছে; খুব ভালো একটা গ্রুপ পেয়েছি। এখন খুব ভালো আছি।’

অর্ডার করেছিলেন আইসক্রিম আর চিপস, যা পেলেন যুবক

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু (ঝিনুক)। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।