পুরুষদের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে রোমান্স, বয়স ৪০ পার হলেও আজও অবিবাহিত এই অভিনেত্রীরা

অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকাদের সম্পর্কে জড়ানো আর বিচ্ছেদ এটা কোন নতুন ঘটনা নয়। তবে বেশকিছু সেলিব্রিটি এমন রয়েছেন যারা বলিতারকা থেকে শুরু করে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট-দের সাথে প্রেমে মশগুল থাকলেও তারা বিয়ে করতে চাননি। এই প্রতিবেদনে এমনই কয়েকজন ফিল্মস্টারদের নিয়ে সাজানো হলো যারা, একাধিকবার প্রেমের সম্পর্কে জড়ালেও বিয়ে করেননি।

অভিনেত্রী

পারভিন ববি: ৮০ দশকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পারভিন। বলিউডের একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানা যায়। কিন্তু পারভিন তার ব্যক্তিগত জীবনে প্রায় বরাবরই একা থাকতে পছন্দ করতেন। এই একাকীত্ব থেকেই তার মানসিক সমস্যা দেখা দেয়, এবং শেষমেষ তিনি তার ফ্ল্যাট থেকে পড়ে মারা যান।

টাবু: বলিউড তথা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছিল টাবুর। কখনও সাজিদ নাদিয়াদওয়ালা, কখনও অজয় দেবগন। এরপর আবার দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের সঙ্গেও নাকি টাবু দীর্ঘদিন লিভ ইনে ছিলেন বলে শোনা যায়। কিন্তু এই ৫০ বছর বয়সে এসেও আজও অবিবাহিত।

সুস্মিতা সেন: ৪৬ বছর বয়সি বিশ্ব সুন্দরী সুস্মিতাও রয়েছেন এই তালিকায়। যদিও সুস্মিতার জীবনে একাধিকবার প্রেম এসেছে, কিন্তু তিনি কখনও বিয়ের পিঁড়িতে বসেননি। এখন তিনি তার থেকে ১৫ বছরের ছোট প্রেমিক রহমান শলের সঙ্গে চুটিয়ে সম্পর্কে আছেন বলে শোনা যায়।

সুরাইয়া: ষাটের দশকের এই অভিনেত্রীও সিঙ্গল জীবন কাটিয়েছেন। তার সঙ্গে অভিনেতা দেবানন্দের প্রেমের সম্পর্ক ছিল। দেবানন্দ নাকি সুরাইয়াকে এক ছবির সেটে হীরের আংটি দিয়ে প্রেম প্রস্তাব দেন, কিন্তু যেহেতু সুরাইয়ার ঠাকুমা দেবানন্দকে পছন্দ করতেন না। তাই তাদের প্রেম পরিণতি পায়নি।

প্রধানমন্ত্রীকে নিয়ে মাশরাফির আবেগঘন স্ট্যাটাস

আমিশা পাটেল: ‘কহনা পেয়ার হে’, ‘গদর’ ছবি খ্যাত অভিনেত্রী আমিশা ৪৫ পেরলেও আজও তিনি অবিবাহিত। যদিও একসময় পরিচালক বিক্রম ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও আজ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি।