প্রেমিকার সঙ্গে ডেটিংয়ে গোটা ফ্লোর ভাড়া নিলেন টম ক্রুজ

টম ক্রুজ ও এলসিনা খায়রোভা

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে পরিচিত নাম টম ক্রুজ। হলিউড এই সুপারস্টারের ভক্ত অনুরাগী বিশ্বের প্রতিটি কোনায়। পর্দায় টম ক্রুজের অ্যাকশন দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকেন দর্শকরা। তবে পর্দায় ধুন্ধুমার অ্যাকশন করলেও, বাস্তব জীবনে বড্ড বেশি রোমান্টিক এই সুপারস্টার।

টম ক্রুজ ও এলসিনা খায়রোভা

টমের প্রেম, বিয়ে ও ডেটিং জীবন ঈর্ষনীয় বলা যায়। ব্যক্তি জীবনে মিমি রজার্স, নিকোল কিডম্যান এবং কেটি হোমসকে বিয়ে করেছিলেন টম। এছাড়াও অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল, গায়িকা শের, মেলিসা গিলবার্টসহ আরও অনেক তারকার সাথে ডেটিং করেছেন টম। অতি সম্প্রতি শাকিরার সঙ্গেও ডেটিংয়ের গুঞ্জন উঠেছিল এই সুপারস্টারের।

তবে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন এলসিনা খায়রোভাকে নিয়ে। কথিত এই প্রেমিকার সঙ্গে ডেটিংয়ের জন্য রেস্টুরেন্টের গোটা একটা ফ্লোর ভাড়া নিয়েছিলেন ‘মিশন ইম্পসিবল’খ্যাত সুপারস্টার!

সম্প্রতি টম ক্রুজ লন্ডনে তাঁর কথিত প্রেমিকা এলসিনা খায়রোভার সাথে লন্ডনের সবচেয়ে দামি একটি রেস্তোরাঁ নোভিকভ রেস্টুরেন্টে ডিনারে গিয়েছিলেন। আর সেই ডেটিংয়ের জন্য তিনি একটি সম্পূর্ণ ফ্লোর ভাড়া নিয়েছিলেন বলে জানা গেছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিশন ইম্পসিবল’ তারকা তাঁর প্রেমিকার জন্য গোটা ফ্লোর ভাড়া নেন।

দুজনকে ঘনিষ্ঠভাবে দেখা গেছে রেস্টুরেন্টে। এলসিনাকে একটি চকচকে পোষাক এবং কালো পশম কোট পরিহিত দেখা গেছে। হোটেলের এক কর্মী দুজনের ছবি তুলতে গেলে তাকে বাঁধা দেন টমের আমেরিকান সিকিউরিটি গার্ড।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, টম ক্রুজ রেস্টুরেন্টে গলদা চিংড়ি, সামুদ্রিক খাবার এবং সুশির অর্ডার দিয়েছিলেন প্রেমিকার জন্য। ডেটিং শেষে পাশের দরজা দিয়ে এলসিনার সাথে বের হওয়ার আগে হোটেল কর্মীকে ১০০ ডলারের বখশিসও দিয়েছেন টম।

কয়েকদিন আগে, এলসিনা খায়রোভার প্রাক্তন স্বামী দিমিত্রি টেস্টকভ ডেইলি মেইলকে বলেছিলেন যে তাঁর সাবেক স্ত্রী এলসিনা যার সঙ্গেই থাকুক না কেন, টম ক্রুজ বা অন্য কেউ, তাঁর দামি এবং বিলাসবহুল টেস্ট রয়েছে। বিদ্রুপ করে তিনি বলেন, ‘টমকে তাঁর চোখ এবং মানিব্যাগ খোলা রাখা উচিত।’ তবে অলিগার্চ এটিও জানিয়েছেন যে তাঁর সাবেক স্ত্রী কখনোই টমের ভক্ত ছিলেন না।

ঐশ্বরিয়ার প্রথম প্রেমিকের নাম জানা গেল

সাবেক মডেল এলসিনা একজন বিশিষ্ট রাশিয়ান এমপির কন্যা। এর আগে রাশিয়ান ধনকুবের স্বামী দিমিত্রি টেস্টকভকে বিয়ে করেছিলেন তিনি। দুজনের বিচ্ছেদও হয়েছে। টম এবং এলসিনার প্রেমের গুঞ্জন জোরালো হয় লন্ডনের গ্রোসভেনর স্কোয়ারে একটি পার্টিতে দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠভাবে দেখার পর থেকে। এরপর থেকে দুই তারকাকে নিয়ে আলোচনা শুরু হয়। আর এবার ডেটিংয়ের মাধ্যমে সেই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিলেন এই জুটি।