আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিককে দিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির এক নেত্রীর বিরুদ্ধে। ধর্ষণে যুক্ত ছিলেন প্রেমিকের এক সহযোগীও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই নারী বিজেপির সদস্য ছিলেন। তার নাম আনিকা শর্মা।
জানা যায়, মায়ের সামনে এবং সম্মতিতেই দু’জন মিলে ধর্ষণ করেন কিশোরীকে। এক বার নয়, একাধিক বার। কিশোরীর বাবা বিষয়টি জানতে পারার পর থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেই অভিযুক্ত আনিকা এবং তার বয়ফ্রেন্ড সুমিত পাতওয়ালকে হরিদোয়ারের একটি হোটেল থেকে গত বুধবার গ্রেপ্তার করা হয়।
এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার এ ঘটনা প্রথম জানাজানি হয়। ওইদিন ধর্ষণের শিকার কিশোরী তার বাবার কাছে ঘটনা খুলে বলে।
ওই পাষণ্ড মা মোদির বিজেপির হরিদোয়ার বিভাগের নারী মোর্চার প্রধান ছিলেন। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পর তাকে বহিষ্কার করেছে দলটি।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই কিশোরী তার মায়ের সহায়তায় একাধিকবার গণধর্ষণের শিকার হয়েছে। তার মায়ের বয়ফ্রেন্ড ও বয়ফ্রেন্ডর বন্ধু উভয়ের বয়স ৩০ বছর।
তারা কিশোরীটিকে হরিদোয়ার, আগ্রা এবং বৃন্দাবনে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ধর্ষণ করেছে।
তারা কিশোরীটির মায়ের সম্মতি ও উপস্থিতিতে ধর্ষণকাণ্ড গুলো ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, কিশোরীকে তারা হুমকি দিয়েছিল যদি সে কাউকে কিছু বলে তাহলে তার বাবাকে হত্যা করা হবে।
ধর্ষিতার মা আনিকা শর্মা তার স্বামীর থেকে আলাদা হয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি হোটেলে থাকতেন। অপরদিকে কিশোরীটি তার বাবার সঙ্গে থাকত।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.