বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে আদিত্য রায় কাপুরের প্রেমের সম্পর্ক ভাঙার পর একেবারে ভেঙে পড়েছিলেন। তবে খুব বেশি দিন একা থাকতে নারাজ এই অভিনেত্রী। বলিউডে গুঞ্জন আছে আবার নতুন প্রেমে মজেছেন অনন্যা।
যদিও নতুন প্রেম নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যমকে কিছু বলেননি তিনি। অনন্যা পান্ডে নাকি খুব আবেগপ্রবণ। সামান্য আঘাত পেলেই কেঁদে ফেলেন তিনি। এজন্য কান্না সহ্য করতে পারবে এমন প্রেমিকই খুঁজছেন নায়িকা। এ ছাড়াও আরও শর্ত রয়েছে তার।
অনন্যা পান্ডে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি অল্পতেই কেঁদে ফেলেন। তাই এমন প্রেমিক চান যার কাঁধে মাথা রেখে কান্না করতে পারবেন। আর তিনি যখন কোনো সমস্যায় পড়বেন তখন প্রেমিক যেন সেই সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। কারণ তিনি সব সমস্যার সমাধান চান না কিন্তু সমস্যার কথা বলে হালকা হতে চান। এজন্য প্রেমিকের শক্ত কাঁধে মাথা রাখতে চান অনন্যা।
অনন্যার ভাষায়, ‘‘মানুষ রেগে গেলেই তার প্রকৃত রূপ চেনা যায়। এর বাইরে যেকোন মানুষকে স্বাভাবিক ও শান্ত মনে হয়। ভালো মুহূর্তেতো সবই ভালো লাগে কিন্তু দ্বিমত তৈরি হলে তখন বোঝা যায় সঙ্গী আপনাকে সম্মান করছে কিনা।’’
লঞ্চ হলো ১৬ জিবি র্যামের সঙ্গে দুর্ধর্ষ ফিচারের iQOO Neo9S Pro+ স্মার্টফোন
উল্লেখ্য, অনন্যাকে শেষ পর্দায় দেখা গেছে নেটফ্লিক্সের সিটিআরএল সিনেমাতে। এখন তিনি কল মি বের দ্বিতীয় মৌসুমের শুটিং করছেন। শিগগিরই অক্ষয় কুমারের সঙ্গে একটা সিনেমাতে অভিনয় করার কথা রয়েছে অভিনেত্রীর। ধর্মা প্রোডাকশনের চাঁদ মেরা দিল সিনেমাতেও দেখা যাবে অনন্যাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।