বিনোদন ডেস্ক : প্রেমের বয়স? তাও প্রায় সাড়ে ৪ বছর। এক অভিনেত্রী ও এক পরিচালকের প্রেম… পরিচালক মানুষটি পরিচালনা করার আগে ছিলেন বাংলা সিরিয়ালের অভিনেতা। বিভিন্ন ফ্লোরে অভিনেত্রীর সঙ্গে দেখা হত তাঁর। অভিনেত্রীকে এক নামে সকলে চেনেন। অভিনেত্রী ও পরিচালকের মধ্যে বয়সের ফারাক ৬ বছর। বয়সে বড় অভিনেত্রী। তা নিয়ে অবশ্য কোনওদিনও কোনও সমস্যা হয়নি।
দু’জনেই কম্প্যানিয়নশিপে বিশ্বাসী। বিষয়টিকে বরাবরই গর্বের চোখে দেখেছেন তাঁরা। দু’জনে মিলে সিনেমা দেখেন। কাটাছেঁড়া করেন। অনেকটা অভিনেত্রীর আগ্রহেই ছবি পরিচালনার কাজে মন দিতে শুরু করেছেন পরিচালক। প্রথম পরিচালিত ছবি ‘পালক’। তারপর ‘ইকিরমিকির’। তবে পরিচালক অভিনয়ও করেন। অভিনেত্রীর নাম রূপাঞ্জনা মিত্র। পরিচালক রাতুল মুখোপাধ্যায়। খুব সুন্দর সম্পর্ক তাঁদের। হয়তো বিয়েটাও করবেন দু’জনে। সম্পর্কের রসায়ন নিয়ে কী বললেন রূপাঞ্জনা-রাতুল?
“আমি একটা মিষ্টি সম্পর্কে আছি। ২০১৭ সাল থেকে আমি একজন সিঙ্গল মাদার। আমার ডিভোর্স হয়েছে। আমাদের চারপাশে খোলা মনের চিন্তাভাবনার মানুষ খুবই কমে যাচ্ছে এখন। কিন্তু তার মধ্যেও সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা খুবই স্পেশ্যাল। আমার ও রাতুলের বয়সের বেশ কিছুটা ব্যবধান রয়েছে। কিন্তু ওঁর মধ্যে আমি অনেক ম্যাচিওরিটি পেয়েছি। আমরা চাই, এই সম্পর্কের যেন একটি সুস্থ পরিণতি হয়। সেটা যদি বিয়ে হয়, তা হলে তাই…” বলেছেন রূপাঞ্জনা। সেই সঙ্গে এও জানিয়েছেন, তাঁর ছেলে রিয়ান ভীষণই ভালবাসে রাতুলকে। রূপাঞ্জনার ভাষায়, সেটা ‘প্ল্যাটনিক’ ভালবাসা।
রাতুল বলেছেন, “বিয়ে করব হয়তো, কিন্তু এই মুহূর্তে আমরা কেরিয়ারে ফোকাস করেছি। আমরা সম্পর্কে আছি প্রায় ৪-৫ বছর। ভাল আছি আমরা। সবচেয়ে বড় কথা, আমরা একে-অপরের খুবই ভাল বন্ধু। সেই জন্যই হয়তো আমাদের সম্পর্কটা টিকে গিয়েছে।”
প্রাক্তন স্বামীর সঙ্গে রূপাঞ্জনার একটি মাত্র সন্তান ছেলে রিয়ান। তার বয়স মাত্র ৮ বছর। রাতুলকে রিয়ান ‘চ্যাম্পস’ বলে ডাকে। রাতুল বলেছেন, “খুবই মিষ্টি ছেলে রিয়ান। আমার সঙ্গে ভিডিয়ো গেমস খেলে ও। আমার সঙ্গে প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে ওঁর। আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই। কিন্তু মানসিক সম্পর্ক রয়েছে।”
কথা বলতে-বলতে সচিন তেন্ডুলকারের স্ত্রী অঞ্জলির সঙ্গে মাস্টারব্লাস্টারের বয়সের ফারাক প্রসঙ্গ তুলে আনেন রাতুল। বলেছেন, “আমাদের ৬-৭ বছরের বয়সের পার্থক্য। আমি ছোট। রূপাঞ্জনা বড়। বয়েসটা তো এখন কেবলই একটা নম্বর মাত্র। মানসিক কানেকশনটাই আসল এ ক্ষেত্রে। আমার পরিবারও কিন্তু বিষয়টাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। রূপাঞ্জনারও…”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।