সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিএনপি’র ডাকা অবরোধে মানিকগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখেতে আইনশৃঙ্খলার বাহিনীর টহল ও তৎপরতা বাড়ানো হয়েছে। অবরোধের সকাল থেকেই পুলিশ, আনসার ও র্যাব সদস্য দায়িত্ব পালন করলেও দুপুরের দিকে বিজিবিকে মোতায়েন করা হয়।
জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, বিএনপি’র ডাকা অবরোধের জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ২ প্লাটুন বিজিবি, ৪শ পুলিশ সদস্য ও ৭৫ জন ব্যাটালিয়ন ও আনসার সদস্য কাজ করছে। এছাড়াও র্যাব সদস্য ও হাইওয়ে পুলিশও অবরোধে দায়িত্ব পালন করছে।
জেলা আনসার ও ভিডিপি’র সহকারী কমান্ড্যান্ট এস.এম রায়হান হেলাল জানান, চলমান অবরোধের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের সাথে ২৫ জন ব্যাটালিয়ন আনসার এবং পুলিশ প্রশাসনের সাথে ৫০জন সাধারণ আনসার সদস্য কাজ করছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, অবরোধের আামদের ৪শ পুলিশ কাজ করছে। পুলিশের সাথে বিএনপি’র সংর্ঘের পর পুলিশকে আরো সর্তক অস্থানে থাকতে বলা হয়েছে। কোন ধরনের নাশকতা এবং জনগণের জানমালের ক্ষতির আশংখ্যা হলে পুলিশকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক রেহেনা আকতার জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখেতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শহরে ও গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে এবং পবরর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি তাদের টহলকার্যক্রম চালিয়ে যাবে।
উল্লেখ্য, বিএনপি’র ডাকা তিনদিনের প্রথমদিন (মঙ্গলবার) অবরোধের সমর্থেনে সকালে মানিকগঞ্জ জেলা বিএনপি’র নেতাকর্মীরা শহরের সেওতা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কে ওঠতে চেষ্টা কলেও পুলিশের সাথে সংষর্ঘ হয়। পরে পুলিশ গুলি ছুড়ে বিএনপি’র নেতাকর্শীকে ছত্রভঙ্গ করে এবং বিএনপি’র ৫জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এর আগে গত ২৯ অক্টোবর বিএনপি’র ডাকা হরতালে একটি যাত্রীবাহী বাস, একটি সিএনজি চালিত অটো রিকশা ও মোটরসাইকেলসহ ৬টি যানবাহনে অগ্নি সংযোগ করে হরতাল সমর্থনকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।