বিনোদন ডেস্ক : মুক্তির শুরু থেকেই বিতর্ক আর সমালোচনার জর্জরিত সঞ্জয় লীলা বানশালির তারকাবহুল সিরিজ ‘হীরামাণ্ডি’। এবার সকল বিতর্ক উতরে ওটিটিতে নতুন মাইলফলক গড়ল এই সিরিজটি।
জানা গেছে, মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক দর্শক দেখা টানা ভারতীয় সিরিজের খেতাব পেয়েছে বানসালির এই সিরিজটি। সেই সঙ্গে ৪৩টি দেশের নীরিখে সেরা ১০ এও নাম তুলে ফেলেছে ‘হীরামাণ্ডি’।
সিরিজটির এই সাফল্যের খবরে সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ইনস্টা পোস্টে জানান, সঞ্জয় লীলা বানশালির ডেবিউ ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’ এ যাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী সবথেকে বেশি দেখা ভারতীয় সিরিজের শীর্ষস্থান অধিকার করেছে।
এদিকে সিরিজটিকে ঘিরে বিতর্কের শুরু সিরিজের কাস্টিং থেকে প্রেক্ষাপট নিয়ে। এমনকি সিরিজের সংলাপে ব্যবহৃত উর্দু নিয়েও আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ, সঙ্গে স্বজনপোষণের অভিযোগ তো ছিলই।
‘লাহোর বলে লখনৌ দেখালেন, কোনও রিসার্চ নেই!’ বলে যখন ক্ষোভে ফুঁসছে পাকিস্তান, তখন নিজের দেশেও সিরিজ মেকিং নিয়ে প্রতিপদে চর্চার মুখে পড়তে হচ্ছে বলিপাড়ার ‘পারফেকশনিস্ট’ প্রযোজক-পরিচালককে। তবে এত কিছুর পরেও কোনরকম কসরত বাকি রাখেননি পরিচালক-প্রযোজক। যারই ফলাফল মিলল অবশেষে। – হিন্দুস্থান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।