স্পোর্টস ডেস্ক: চলমান ওয়ানডে বিশ্বকাপের দশম দিন আজ। বিশ্বকাপের গেল নয় দিন দর্শকখরায় কাটলেও আজকের চিত্রটা ভিন্ন। ভারত-পাকিস্তানের আজকের ম্যাচ নিয়ে বিশ্বকাপ শুরুর আগে থেকেই শুরু হয়েছে টিকিট নিয়ে হাহাকার। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম যেখানে ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার সেই স্টেডিয়ামও চাহিদা মেটাতে পারছে না।
ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের কারণে আহমেদাবাদে হোটেল ভাড়া বেড়ে গেছে প্রায় ১০ গুণ। দর্শকরাও কম চালাক নন, হোটেল ভাড়ার অগ্নিমূল্য থেকে বাঁচতে স্বাস্থ্য পরীক্ষার নামে হাসপাতালের বিছানায় রাত কাটিয়ে দিচ্ছেন।
এছাড়া আজকের এই ম্যাচের আগে বিশ্বকাপের অঘোষিত উদ্বোধনী অনুষ্ঠান হবে। ভারত-পাকিস্তান ম্যাচের আগে ঠিকই অরিজিত সিং, সুখবিন্দর সিংরা গাইবেন। এত সব জমকালো আয়োজন দেখে মনে হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই বুঝি বিশ্বকাপ শুরু হচ্ছে।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচ নিয়ে এত আয়োজন, এত আগ্রহ কিন্তু একটি পরিসংখ্যান সামনে এলেই ম্যাড়মেড়ে হয়ে যায়। দুই প্রতিবেশীর লড়াইকে ‘মহারণ’ বলা হলেও বিশ্বকাপে বিষয়টা ভীষণ একপেশে।
বিশ্বকাপের মঞ্চে ১৯৯২ সালের পর ভারতের বিপক্ষে কখনওই ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। এ সময়ে সাতবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দু’দল। সবগুলোতে জয় পেয়েছে ভারত।
এই একাধিপত্য ভেঙে পাকিস্তান কি পারবে প্রথম জয়ের স্বাদ নিতে? এবারের সংখ্যাটাকি ৭-১ হবে? নাকি ব্যবধান বেড়ে ৮-০’তে যাবে? এই উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আজকের ম্যাচ পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।