ভারতী সিং অপেক্ষায় আছেন অনাগত সন্তানের

ভারতী সিং

বিনোদন ডেস্ক : সন্তানকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়া। নতুন অতিথির অপেক্ষায় এখন দিন গুনছেন এই তারকা দম্পতি। এরই মধ্যে একটি ম্যাটারনিটি শুটে অংশ নিলেন ভারতী।

ভারতী সিং

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই শুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ভারতী সিং। ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ভারতীর শেয়ার করা ছবিগুলোতে কখনো দাঁড়িয়ে আবার কখনো শুয়ে ছবি তুলেছেন তিনি। এই ফটোশুটে নিজের বেবি বাম্প শো করেছেন ভারতী। তার এই ছবি দেখে নেটিজেনদের একাংশ ‘সুন্দর মা’ বলে অভিহিত করেছেন ভারতী সিংকে।

শুটে যে গাউন পরেছিলেন ভারতী সেটি কোয়েম্বাটুরের একটি দোকান থেকে ডিজাইন করা হয়েছিল। সেই নামি দোকানের ওয়েবসাইটে এই গাউনের দাম ১২,৫০০ টাকা।

২০১৭ সালে বিয়ে করেন হার্ষ এবং ভারতী। গত ডিসেম্বরে ভাংড়া নেচে অভিনব এক ভিডিও প্রকাশ করে মা হওয়ার খবর জানিয়েছিলেন এই কমেডিয়ান। আপাতত আর কয়েক দিনের অপেক্ষা। সব ঠিক থাকলে এপ্রিলেই তাদের সংসারে নতুন অতিথির আগমন হবে।