ভাট পরিবারের সঙ্গে বহু তফাৎ শ্বশুরবাড়ির, যা বললেন আলিয়া

আলিয়া

বিনোদন ডেস্ক : মা, বাবা এবং দিদি। শৈশব থেকে পরিবার বলতে এই তিনজনকেই বুঝেছেন আলিয়া ভাট। যত আড্ডা-হাসি-অনুভূতি সব তাঁদেরই ঘিরে। বিবাহসূত্রে যদিও সেই ছবি বদলেছে। এখন একান্নবর্তী কাপুর পরিবারের সদস্য তিনি। বিয়ের পর কতটা বদলেছে জীবন? ‘কফি উইদ করণ’-এ এসে সেই গল্পই শোনালেন রণবীর-পত্নী।

আলিয়া

আলিয়া বললেন, ‘আমি মা, বাবা আর দিদির সঙ্গে বড় হয়েছি। সীমিত বিষয়ে কথা হয় আমাদের। আমরা একে ওপরের খুবই কাছের। কিন্তু আমাদের পরিবারটা বড় ছিল না। এত অনুষ্ঠান পালন করা হতো না। যে যার মতো থাকত।’

শ্বশুরবাড়িতে সম্পূর্ণ অন্য পরিবেশ। নিয়মকানুনও অন্য রকম। আলিয়া বললেন, ‘কাপুর পরিবারে সবাই সব কিছু একসঙ্গে করে। ওরা একসঙ্গে খায়, আরতি করে। ওরা সব কিছুই একসঙ্গে করে। ব্যাপারটা খুব মিষ্টি। এই পরিবার আমার জীবনের নতুন একটা দিক খুলে দিয়েছে।’

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রণবীর-আলিয়া। দিন কয়েক আগে নেটমাধ্যমে সে কথা ঘোষণা করেন হবু মা। ছবি দিয়ে লেখেন, ‘খুব শীঘ্রই আমাদের সন্তান আসছে।’

কলো শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন মধুমিতা

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আলিয়ার নতুন ছবি ‘ডার্লিংস’-এর প্রথম ঝলক। প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। আলিয়ার সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন শেফালি শাহ, বিজয় বর্মার মতো অভিনেতারা।