পবন সিং ও অক্ষরা সিংয়ের বেডরুমের রোমান্স ভাইরাল

পবন সিং

বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

পবন সিং

বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী অক্ষরা সিং।

#Pawan Singh और #Akshara Singh का जोरदार धमाका 2021 | तनी सा माज़ा दे दा | Bhojpuri Video Song 2021

বেশিরভাগ সময় এই ভোজপুরি মিউজিক ভিডিওগুলি ইউটিউবে সুপার ট্রেন্ডিং হয়ে ওঠে। এক একটি ভিডিওতে লাইক ও কমেন্ট এর সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আপনার। সেরকমই বিভিন্ন ভাইরাল ভিডিওতে নিজের উজ্জ্বল উপস্থিতি দিয়েছেন ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিং। সম্প্রতি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যাতে অক্ষরার সাথে তুমুল নাচ করেছেন পবন সিং।

৪৫ বছর আগেই ধরা পড়েছিল মহাজাগতিক সংকেত

আসলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে অক্ষরা সিং, পবন সিংয়ের কাছে প্রেম চাইছেন। ভিডিওটি বেশ বোল্ড এবং হট। ভিডিওটি অভিনেত্রীর লাস্যময়ী রূপ সবাইকে পাগল করে তুলেছে। অক্ষরা সিং কমলা রঙের শাড়ি পরে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন। ভাইরাল ভিডিওটির নাম, “মারদ ওয়ালা রোল”। এই ভোজপুরি ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ইন্টারনেটে।