বিনোদন ডেস্ক : ভাগ্য কাকে কখন কোন পথে নিয়ে যায় তা আগে থেকে বলার সাধ্য কারোর নেই। ভুবন বাদ্যকরও যখন ‘কাঁচা বাদাম’ গানটি বেঁধেছিলেন তখন কি আর তিনি ভাবতে পেরেছিলেন এই জনপ্রিয়তার কথা? বাদামের বিক্রি যাতে ভাল হয় সেই উদ্দেশে নিজের গান লিখে সুর দিয়ে গেয়েছিলেন ভুবন। সেই গানেরই রিমিক্স ভার্সন এখন কাঁপাচ্ছে গোটা দুনিয়া।
পড়শি বাংলাদেশে তো ব্যাপক জনপ্রিয়তা আগেই পেয়েছিলেন। এবার পাকিস্তানেও ভাইরাল হলে ভুবন। সেখানে তৈরি হয়েছে কাঁচা বাদাম গানের ‘রমজান ভার্সন’। বানিয়েছেন পাকিস্তানেরই এক শিল্পী ইয়াসির সোহরওয়ার্দি। রমজান ভার্সন বানিয়ে তাঁরও উদ্দেশ্য ছিল ভুবনের মতো জনপ্রিয়তা পাওয়া।
কিন্তু ফল হল উলটো। জনপ্রিয়তা তো পেলেনই না। বরং তুমুল ট্রোল হলেন পাক শিল্পী। ‘রোজা রাখুঙ্গা’ নামের এই গানে বিড়াল আর পাখিদেরও সুর মেলাতে দেখা গিয়েছে। কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। বেশিরভাগই গানের মধ্যে পশুপাখিদের আওয়াজের জন্য ট্রোল করছেন ইয়াসিরকে। একাংশ অভিযোগ করেছেন, এভাবে গান বানিয়ে তিনি মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন।
গাড়ি দুর্ঘটনা নিয়ে যা বললেন মালাইকা অরোরা
নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি শেয়ার করেছেন ইয়াসির। পাক মুলুকে যথেষ্ট জনপ্রিয় শিল্পী তিনি। ইউটিউবার হিসাবে বেশ খ্যাতি রয়েছে তাঁর। ইয়াসিরের গান বেশ ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই রমজান ভার্সন গেয়েই ট্রোলড হলেন তিনি।
দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে ভুবনের মেঠো সুর। অবশ্য কাঁচা বাদাম এর রিমিক্সটাই বেশি ভাইরাল হয়েছে। উপরন্তু আরেকটি নতুন গানও রেকর্ড করে ফেলেছেন বাদাম কাকু। নিজের নতুন গাড়ি নিয়ে গান লিখেছেন ভুবন।
Ab yahi Reh Gya tha 🙂🙂🙂 pic.twitter.com/DJZPY1IUph
— Modest Bloke (@faiz_zeee) April 8, 2022
গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিলেন। সেই গাড়ি দুর্ঘটনা নিয়েই আস্ত একখানা গান বানিয়ে ফেলেছেন ভুবন। কীভাবে দুর্ঘটনা ঘটল, ঈশ্বরের কৃপায় কীভাবে তিনি বেঁচে ফিরলেন সবটাই জানিয়েছেন গানের সুরে। সেটাই সম্প্রতি রেকর্ড করেছেন মুম্বই গিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।