ভুবন বাদ্যকরের গান নিয়ে মুখ খুললেন কুমার শানু

ভুবন বাদ্যকরের গান

বিনোদন ডেস্ক : আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া যে কাউকে রাতারাতি বড়লোক বা সেলিব্রিটি করে ফেলতে পারে সেটা অস্বীকার করা যায় না। এমন অনেকেই রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন।

ভুবন বাদ্যকরের গান

এই যেমন বীরভূমের ভুবন বাদ্যকর বাবু, একসময় গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতেন তিনি। এরপর একদিন তাঁর ‘কাঁচা বাদাম’ গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল আর তারপর এখন তিনি গায়ক শিল্পী তথা সেলিব্রিটিতে পরিণত হয়েছেন।

‘কাঁচা বাদাম’ গানের জেরে আজ বাড়ি গাড়ি থেকে জনপ্রিয়তা সবই হয়ে গিয়েছে। বিভিন্ন গানের অনুষ্ঠানে ডাক পাচ্ছেন মাসে এক আধখানা মিউজিক ভিডিও তৈরী করে ফেলছেন। দাদাগিরি থেকে ইসমার্ট জোড়ি সর্বত্রই দেখা গিয়েছে ভুবনবাবুকে। কিছুদিন আগে তো ‘আলু পোস্ত গার্ল’ রিম্পির সাথেও ‘কাঁচা বাদাম ২’ বানিয়ে ফেলেছেন তিনি।

নতুন প্রেম নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

এছাড়া ইউটিউব চ্যানেল খুলে সেখানে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করছেন ভুবন বাবু। ইউটিউবে লক্ষাধিক ছাড়িয়েছে ফলোয়ারের সংখ্যা। ভিডিও শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে পরে। কখন ঘুরতে যাওয়ার ভিডিও তো কখনো দৈনন্দিন জীবনের ভিডিও তো কখনো আবার নতুন গানের ভিডিও দেখা যায় সেখানে। তবে এবার কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরকে নিয়ে মুখ খুলেছেন গায়ক কুমার শানু।