নতুন গান নিয়ে ঝড় তুলতে আসছেন ‘রকস্টার’ ভুবন বাদ্যকর

রকস্টার ভুবন বাদ্যকর

বিনোদন ডেস্ক : ‛কাঁচা বাদাম’ গানের পর এবার ‛কাঁচা বাদাম ২’ নিয়ে হাজির হতে চলেছেন ভুবন বাদ্যকার। একসময় ‛বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম’ গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন।

রকস্টার ভুবন বাদ্যকর

বাচ্চা থেকে বুড়ো সকলের মুখে মুখে এখনও ঘুরছে এই গানটি। আসলে এই গানের স্রষ্টা হলেন ভুবন বাদ্যকার। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি।

পেশায় একজন বাদাম বিক্রেতা হলেও এখন তাঁর গানের জেরেই তিনি সেলিব্রেটি সকলের কাছে। ক্রেতাদের টানতেই গান বেঁধেছিলেন বাদাম কাকু। আর সেই গান দিয়েই আজ তিনি জনপ্রিয়তার শিখরে। রাজ্য, দেশ পেরিয়ে এখন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে তাঁর গান। তবে এবার শুধু গান নয় গায়ক-অভিনেত্রী অভিনীত মিউজিক ভিডিও রূপে দর্শকদের সামনে লঞ্চ হতে চলেছে এই গান।

পদ্মা সেতুতে যেদিন থেকে গাড়ি চলবে

এই গানের ভিডিওতে মডেল অভিনেত্রী হিসেবে দেখা যাবে পারমিতাকে। আর এই বিষয়ে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পারমিতা জানিয়েছেন যে আসন্ন এই মিউজিক ভিডিওটি বেশ সাড়া ফেলবে। কেননা এটির হুক স্টেপ বেশ আকর্ষণীয় হতে চলেছে। ইতিমধ্যেই গানের শ্যুটিং শুরু হয়েছে। সকলেই খুব উত্তেজিত এই মিউজিক ভিডিও নিয়ে। আপাতত মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকেরা।