বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া যে কারও ভাগ্য ফিরিয়ে দিতে পারে। এর সব থেকে বড় প্রমাণ হলেন ভুবন বাদ্যকর, রানু মন্ডলরা। নেটিজেনদের ভালোবাসায় ভুবন বাদ্যকরের ঝুলি আজ ভর্তি হয়ে গিয়েছে। তার কাছে আজ রাজপ্রাসাদের মতো বাড়ি, গাড়ি সবই রয়েছে। আজ তাকে দেখলে কে বলবে তিনি একসময় বাদামের ঝুলি কাঁধে নিয়ে পায়ে হেঁটে মাইলের পর মাইল দূরত্ব পাড়ি দিতেন দুবেলা দুমুঠো ভাত জোটানোর জন্য?
বাদাম কাকু আজ সেলিব্রিটি। সোশ্যাল মিডিয়াতে তার গাওয়া ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই বদলে যায় তার ভাগ্য। এরপর থেকেই রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে যেতে শুরু করে তার জনপ্রিয়তা। সবটাই অবশ্য নেটিজেনদের আশীর্বাদ বলে মনে করেন তিনি। আজ তিনি একের পর এক লাইভ কনসার্টে অংশগ্রহণ করে মোটা টাকা উপার্জন করছেন। আর বাদাম বিক্রি? সে সব এখন অতীত।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার রাজপ্রাসাদের মতো বাড়ির ছবি এবং ভিডিও। একসময় মাথা গোঁজার আস্তানা বলতে ছিল একটা ভাঙাচোরা বাড়ি যার মাথার চাল ঝড়ে ভেঙে যায়। সেই বাড়িতেই কোনওমতে মাথা গুঁজে থাকতেন তিনি এবং তার পরিবার। আজ তার মাথার ছাদ হয়েছে পাকা। মার্বেল বসানো সুন্দর ইন্টেরিয়ার ডিজাইনের বাড়িতে উঠেছেন বাদাম কাকু। সবই তার জনপ্রিয়তার সুবাদে।
অনেকেই মনে করেছিলেন বাদাম কাকুকে নিয়ে সোশ্যাল মিডিয়ার এত মাতামাতি হবে ক্ষণস্থায়ী। তাদের ভুল প্রমাণ করে দিয়েছেন ভুবন বাদ্যকর। এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বাইরে সুদুর মুম্বাই, দিল্লি থেকেও অনুষ্ঠানে গাওয়ার জন্য ডাক পাচ্ছেন তিনি। দুহাত ভরে পাচ্ছেন অর্থ এবং বিভিন্ন উপহার। সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফ থেকে বহুমূল্য আইফোন উপহার পেলেন বাদাম কাকু।
জনপ্রিয়তা বাড়িতেই ইউটিউবে নিজের নামে একটি চ্যানেল খুলে ফেলেছেন বাদাম কাকু। সেখানে তিনি তার নিত্য নৈমিত্তিক জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে ব্লগ তৈরি করেন। আইফোন হাতে পাওয়ার পর সেই নিয়ে একটি ভিডিও বানিয়ে ইউটিউবে শেয়ার করেছেন তিনি। তার এই পাওনাতে তার অনুরাগীরা দারুণ খুশি হয়েছেন। ভবিষ্যতে বাদাম কাকুর জীবনে আরও সাফল্য আসুক, এই কামনা করছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।