বিনোদন ডেস্ক : এবার ভূমি পেডনেকরকে তোপ দাগলেন নেটিজেনরা। ‘অপরাধ’ তিনি একটি ছবি পোস্ট করেছেন। আর ছবিতে নাকি তাঁর বক্ষ বিভাজিকা দেখা গিয়েছে। আর এই ছবিকে হাতিয়ার করেই তেড়ে আসছেন নেটিজেনদের একাংশ।
তাঁদের তীব্র কটাক্ষ, কীভাবে এই ছবি পোস্ট করলেন। ক্যাপশান নিয়েও আপত্তি তুলেছেন তাঁরা। “বাঁকা চোখেই তাকাব! হ্যাঁ বাঁকা চোখেই তাকাব! মন খুঁজতে যাব না ভূমি, বক্ষেই দৃষ্টি আটকে চালাব বিষধর শব্দের বাণ”
ক্লিভেজ, স্তন নিয়ে নায়িকা থেকে তরুণী এবং এমনকী প্রবীণাদের ‘কটাক্ষ’ করার ট্র্যাডিশন আজকের নয়। আর এই ‘ক্লিভেজ’ নিয়ে কটাক্ষ সংস্কৃতির ধ্বজা এগিয়ে নিয়ে যেতে হামেশাই নেটপাড়ায় কমেন্টে ভরিয়ে দেন নেটিজেনদের একাংশ।
সম্প্রতি ‘Dum Laga Ke Haisha’ খ্যাত নায়িকা ভূমি পেডনেকার নিজের শরীরচর্চার একটি ছবি পোস্ট করেন। আর এই ছবি দেখেই রে রে করে তেড়ে আসেন নেটপাড়ার বাসিন্দারা। ছবিতে ‘স্পোর্টস ব্রা’ এবং জিমের পোশাকেই দেখা গিয়েছিল এই বলি সুন্দরীকে। নায়িকা ক্যাপশনে লিখেছিলেন, “পিস অফ মাইন্ড” (মানসিক শান্তি)।
আর এই ছবি দেখেই ‘রে রে’ করে তেড়ে আসছেন নেটিজেনদের একাংশ। ক্লিভেজ কী ভাবে দেখাচ্ছেন? কটাক্ষ নেটিজেনদের একাংশের। এক নেটিজেন ‘গর্জন’ করে উঠেছেন, “এখানে আপনার মানসিক শান্তি থাকে… অন্তর্বাসের ভেতর?” একই সুর শোনা গিয়েছে একাধিক নেটিজেনের কণ্ঠেই।
ভারতীয় সংবিধানের ১৯(1)(A) ধারায় বাক স্বাধীনতা সকলেরই রয়েছে। নেটপাড়ায় এখন শুধু সেলেবদের ছবি দেখা নয়, তাঁদের জীবনে অবাধে ‘নাক গলাতেও’ পারেন নেটনাগরিকরা। কিন্তু, সীমারেখা কে মাপবে? তা নিয়ে বারংবার উঠছে প্রশ্ন।
ভূমি একমাত্র নায়িকা নন, কিছুদিন আগে নিমরত কৌরকেও ক্লিভেজ প্রসঙ্গে কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন নেটিজেনদের একাংশ। কিন্তু, কেন নারী দেহের একটি অঙ্গকে ঘিরে বারবার কীপ্যাডে সময় নষ্ট করেন নেটিজেনরা? মনোবিদদের একাংশের কথায়, “এখনও দেশে সেক্স এডুকেশনের আলো পৌঁছয়নি বেশিরভাগের কাছে।
পাশাপাশি নেটপাড়ায় নিজেকে জনপ্রিয় প্রমাণ করতে অনেকেই মরিয়া হন। সে ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে ‘ভদ্র আচরণ’-এর ধার ধারেন না অনেকেই। কিছুদিন আগেই এক নেটিজেন অভিনেত্রী নিমরত কৌরকে বলেন, “ক্লিভেজ দেখিয়ে কি পুরুষদের আকৃষ্ট করতে চান?” এই নায়িকাকে ট্রোল করা হলেও ভক্তরা মেনে নেননি।
সঙ্গে সঙ্গে নায়িকার সপক্ষে গর্জে ওঠেন তাঁরা। এক টুইটার ব্যবহারকারী লেখেন, “কোনও নারীই পুরুষকে আকৃষ্ট করার জন্য পোশাক পরে না। যদি এই ধারনা থাকে তাহলে আপনি বোকা। মেয়েটি সমকামী হলে!” অর্থাৎ নিজের লড়াই নিজেই লড়ছেন তরুণীরা। আগামী দিনে কী ‘ক্লিভেজ হিপোক্রেসি’ বদলাবে? প্রশ্ন তুলছে ‘আজকের কন্যারা…’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।