এবার নৌকায় বসে কাঁচা বাদাম গানে মাতলেন ভুবন বাদ্যকর

ভুবন বাদ্যকর

বিনোদন ডেস্ক : গঙ্গাবক্ষে নৌকায় বসে কাঁচা বাদাম গানে মাতলেন ভুবন বাদ্যকর। ‛বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম’, এই গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এক সামান্য বাদাম বিক্রেতা।
ভুবন বাদ্যকর
ভাগ্যের জোরে একটা গানই তার জীবন বদলে দেয়। এখন বাচ্চা থেকে বুড়ো সকলের মুখে মুখেই ঘুরছে এই গানটি। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি।

পেশায় একজন বাদাম বিক্রেতা হলেও এখন তাঁর গানেই জেরেই তিনি সেলিব্রেটি সকলের কাছে। রাজ্য, দেশ পেরিয়ে এখন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে তাঁর গান। এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর গানেই সরগরম নেটপাড়া।

তাঁর গান জনপ্রিয় হওয়ার পর থেকেই তাঁকে দেখার জন্য মানুষের আকুলতার শেষ নেই। তাঁর বাড়িতে ভিড় জমান সারি সারি মানুষ। এমনকি দেখা মেলে ইউটিউবারদের। আর এবার একজন তেমনই ইউটিউবার ভ্লগারকে সঙ্গে নিয়ে গঙ্গাবক্ষে বিচরণ করতে দেখা গেল বাদাম কাকু ও তার স্ত্রী আদুরীকে।

নৌকার মধ্যে বসেই গান ধরলেন দম্পতি। তবে, এবার পুরোনো কাঁচা বাদাম গান নয়। নতুন ‛কাঁচা বাদাম পার্ট ২’ র গান গাইলেন তিনি। যেটি আগের চেয়ে সম্পূর্ণ আলাদা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই গানের শ্যুটিং। এমনকি এই গানের ভিডিওতে দেখা মিলবে মডেল তথা অভিনেত্রী পারমিতাকে। তবে, এই নতুন গান কতটা মনজয় করতে পারবে বাদাম কাকুর অনুরাগীদের সেটাই এখন দেখার।

এই লিংকে দেখুন সেই ভিডিও

প্রথমবার ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, সৌন্দর্য টেক্কা দিবে সব অভিনেত্রীদেরও