জুমবাংলা ডেস্ক : চাঁদপুরে বিয়ে বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক ব্যক্তি। তারা সবাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারি ইউনিয়নের চরমান্দারি গ্রামের তফদার বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে ২৫ জনকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ, ১১ জন নারী ও ৯ জন শিশু।
এছাড়াও ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
জানা যায়, রায়পুরের কেরোয়া গ্রামের বসু পাটওয়ারী বাড়ির মো. মানিকের সাথে ফরিদগঞ্জের চরমান্দারী গ্রামের তফাদার বাড়ির মৃত তোফায়েল আহমেদের মেয়ে তারিনের বিয়ে হয়। শুক্রবার দুপুরে কনের বাড়িতে বিবাহোত্তর ভোজের আয়োজন করা হয়েছিল। বরযাত্রী হয়ে ওই পুরুষ-নারী ও শিশুরা সেখানে খাবার খান। সেখান থেকে বাড়ি ফিরেই সন্ধ্যার পর শতাধিক ব্যক্তি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি ও ডায়রিয়া। এর পরপরই তাদেরকে হাসপাতালে নেয়া হয়।
রায়পুর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- তছলিম উদ্দিন পাটওয়ারী (৭০), সোহাগ (২৪), রাব্বি হাছান (৪), ফাইজা (৩), আয়েশা (২৫), শাহাআলম (৬০), তানজিনা (২০), তাজনিন (৪), আনাস (২), নাজিফা (৬), নাছিমা (১), নুসরাত জাহান (১৫), শিউলী আক্তার (৪৫), আহাদ ইসলাম (১), সুলতানা রাজিয়া (২৮), ছাদিয়া (১২), ফাতেমা (৩৫), ভুট্টো পাটওয়ারী (৫৬), নুরজাহান (৫৫). রায়হান (১৬), তাছলিমা আক্তার (৩৫), রুবি (২৮), আনোয়ার (৫০), আফরোজা (২৪) ও আলিফা (৭)।
বরের বড় ভাই মো. মাসুম পাটওয়ারী (৩০) বলেন, সম্ভবত দই থেকে বিষক্রিয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিদের সবাই কমবেশি অসুস্থবোধ করছেন। এ ঘটনার পর আমাদের বাড়িতে শনিবারের বৌভাতের অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।
কনের মামা মো. আজহার ভূঁইয়া বলেন, অনুষ্ঠানে প্রায় তিনশ’ অতিথি খাবার খেয়েছেন। এদের মধ্যে শতাধিক ব্যক্তি খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবে নেয়া হয়েছে। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই রয়েছেন। তবে একই খাবার খেয়ে অনেকে সুস্থ রয়েছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে। এরপরও খাবারের নমুনা পরীক্ষা করা সম্ভব হলে নিশ্চিত কারণটি জানা যাবে। ভর্তি হওয়া ২৫ জনকে আমাদের সাধ্যমতো আমরা সেবা দিয়ে যাচ্ছি। তারা আশঙ্কামুক্ত হওয়ায় কাউকে অন্যত্র রেফার করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।