বিবাদের অবসান, অবশেষে সালমান খানের ছবিতে অরিজিতের গান

সালমান খানের ছবি

বিনোদন ডেস্ক : দীর্ঘ ৯ বছরের দ্বন্দ্ব মিটিয়ে সালমান খানের ছবিতে গান গাইছেন অরিজিত সিং। ‘টাইগার থ্রি’তে থাকছে অরিজিতের গান।

সালমান খানের ছবি

ভক্তদের জন্য দারুণ এই খবরটি সালমান নিজেই প্রকাশ্যে এনেছেন বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যমে। অরিজিতের গানটির একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেতা। সেখানে কালো শার্ট-প্যান্টে দেখা গেছে অভিনেতাকে। সাথে সানগ্লাস। সালমানের সঙ্গে ক্যাটরিনাকে দেখা গেছে রঙিন পোশাকে। গানের শিরোনাম, ‘লেকে প্রভু কা নাম’।

ক্যাপশনে সালমান লিখেছেন, ‘প্রথম গানের প্রথম ঝলক। ও হ্যাঁ, এটা আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান।’

ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।