বিবাহিত জীবন নিয়ে অবশেষে নিরবতা ভাঙলেন রণবীর

রণবীর

বিনোদন ডেস্ক : এ বছর পহেলা বৈশাখে বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পরই দুজন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আলিয়া ভারতের বাইরে হলিউড ছবির শুটিং নিয়ে ব্যস্ত। রণবীরেরও হাতে একাধিক ছবি রয়েছে।

রণবীর

বিয়ের পর জীবনে কী পরিবর্তন এসেছে জানতে চাইলে রণবীর বলেন, ‘তেমন বড় কোনো পরিবর্তনই আসেনি। আমি ও আলিয়া পাঁচ বছর একসঙ্গে ছিলাম। বিয়ের কথা ভাবার পর বিয়ে করে ফেলেছি।

কিন্তু আমাদের হাতে আগের কিছু কাজ ছিল। বিয়ের পরপরই আমরা নিজ নিজ ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আলিয়া শুটিংয়ে চলে গেছে। আমাকেও মানালি যেতে হয়েছে। আলিয়া লন্ডন থেকে ফিরলে এবং আমার ছবি ‘শমসেরা’ মুক্তির পর এক সপ্তাহ ছুটি নেওয়ার কথা ভাবছি। বিয়ে করেছি- এখনো এটা উপলব্ধিই করতে পারিনি।’

বনের রাস্তায় হঠাৎ পর্যটকদের সামনে ৬টি বাঘ

স্ত্রী আলিয়ার হলিউড অভিষেক হলেও সেখানে যেতে চান না রণবীর। তিনি বলেছেন, ‘আমার হলিউড নিয়ে কোনো স্বপ্ন নেই। আমি ‘ব্রক্ষ্মাস্ত্র’ (রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি) নিয়ে স্বপ্ন দেখি। আমাদের সংস্কৃতি নিয়ে মৌলিক ও বিনোদনমূলক ছবি নির্মাণ করলে তা ভক্তহৃদয় স্পর্শ করতে পারবে। তাছাড়া আমার মধ্যে অডিশন ভীতি আছে। আর আলিয়ার সাফল্য এবং যে স্বপ্ন সে দেখে তা কারও মধ্যে দেখি না। আমার অবস্থান নিয়ে আমি খুশি।’