আন্তর্জাতিক ডেস্ক : তাজমহল গড়া না হোক, স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে অনন্য নিদর্শন রাখলেন যুক্তরাষ্ট্রের এক কৃষক। প্রিয়জনের পছন্দের উপহার ফুল, তাই ৫০তম বিবাহবার্ষিকী উপলক্ষে ৮০ একর এলাকা জুড়ে সূর্যমুখী ফুলের চাষ করেছেন ক্যানসাসের এক কৃষক। বিশাল সূর্যমুখীর ক্ষেতে নিয়ে চমকে দেন স্ত্রীকে। লি-রেনে জুটির এমন ভালোবাসার খবর আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যতোদূর চোখ যায় সোনালি সূর্যমুখীর চোখ ধাঁধানো সৌন্দর্য। দীর্ঘ ৮০ মাইল এলাকাজুড়ে এ ফুল বাগানের পেছনে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। নেহায়েতই প্রিয়তমা স্ত্রীকে চমকে দিতেই উদ্যোগটি নিয়েছিলেন কানসাসের কৃষক লি উইলসন।
জানা গেছে, ৫০ তম বিবাহবার্ষিকীতে স্ত্রী রেনেকে সাধ্যের মধ্যে বিশেষ কোনো উপহার দেয়ার কথা ভাবছিলেন লি। তখনই মাথায় আসে এ পরিকল্পনা। অন্য ফসল চাষের কথা থাকলেও, গত মে মাসে ছেলেকে সাথে নিয়ে গোপনে রোপন করেছিলেন সূর্যমুখীর চারা। আড়াই মাসের মাথায় সোনালি ফুলে হেসে ওঠে লি’র বিশাল বাগান। ভিডিওটি দেখতে ক্লিক করুন
কৃষক লি উইলসন বলেন, সে সবসময়ই ফুল ভালোবাসতো। প্রতি একর জমিতে ১৫ হাজার সূর্যমুখীর চারা লাগিয়েছি। আশা করছি সব মিলিয়ে ১.২ মিলিয়ন সূর্যমুখী ফুটবে আমাদের এখানে। আগামী আগস্টের ১০ তারিখে আমরা আমাদের ৫০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি।
৪০ বছরেও আপনাকে দেখে মনে হবে ২৫-এর তরুণী, নিয়মিত করুন এই ৪টি কাজ
প্রথমবার এই বাগানে এসে আবেগে অশ্রু ধরে রাখতে পারেন নি রেনে। তিনি বলেন, অসাধারণ অনুভূতি। নিজেকে খুব বিশেষ কেউ মনে হচ্ছে। এর চেয়ে ভালো কোনো উপহার হতে পারতো না। উল্লেখ্য, প্রতি একরে গড়ে ১৫ হাজার হিসেবে ১২ লাখের বেশি ফুল ফুটেছে লি’র বাগানে। সূর্যমুখীর এমন সৌন্দর্য আকৃষ্ট করছে পর্যটকদেরও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।