বিনোদন ডেস্ক : মাসখানেক ধরেই পপ তারকা জাস্টিন বিবার ও তাঁর স্ত্রী হেইলি রোডকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। স্ত্রী হেইলিকে নাকি ইতিমধ্যে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন গায়ক। তবে এ নিয়ে বিবারের ভাষ্য, কেউ তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে এই কাজ করেছে।
এদিকে, বিভিন্ন সূত্র জানাচ্ছে, যা রটেছিল তাই নাকি ঠিক! আলাদাই হচ্ছেন এই তারকা দম্পতি। গত বছরের আগস্টে সন্তান এসেছে তাঁদের পরিবারে! এরইমধ্যে কেন এই সিদ্ধান্ত? আলাপ উঠছে তাঁদের খোরপোশ নিয়েও।
সূত্রের মতে, সন্তানের দেখভাল এবং বিচ্ছেদের জন্য স্বামী বিবারের কাছে ৩০০ মিলিয়ন ডলার খোরপোশ চাইতে পারেন হেইলি।
বিচ্ছেদের নেপথ্যে উঠে এসেছে বেশ কিছু কারণ। জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণই নাকি হেইলিকে বাধ্য করেছে এই সিদ্ধান্ত নিতে।
কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে জাস্টিনের হাল দেখে আঁতকে ওঠেন অনুরাগীরা। গাল ভেঙে গেছে এবং ওজনও কমেছে অনেক। এখানেই শেষ নয়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলাতেও নাম জড়াতে পারে জাস্টিনের। সব মিলিয়ে, গায়কের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে না।
এই অবস্থায় বিবারের সঙ্গে আর সংসার করতে চাইছেন না হেইলি। তবে এ নিয়ে এখনও কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি তাঁরা। ইতিমধ্যেই অবশ্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি।
সূত্র: ডেইলি মিরর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।