আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আগে বয়স লুকিয়েছিলেন স্ত্রী! দশ বছরের সম্পর্কের পার্থক্য সহ্য করতে পারেননি। আর এরই জন্য স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি বিহারে। সে কর্মসূত্রে থাকত বেঙ্গালুরুতে। স্ত্রী স.ঙ্গ.মে আপত্তি করায় তাকে খুন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনাটি ঠিক কী?
চরম নিষ্ঠুরতা! স.ঙ্গ.মে আপত্তি তুলেছিলেন স্ত্রী। আর সেই রাগেই স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল বিহারের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই ব্যক্তি সস্ত্রীক বেঙ্গালুরুতে বসবাস করেন। অভিযোগ, স্ত্রীকে খুন করে তাঁর দেহ শিরাডি ঘাটে ভাসিয়ে দেয় সে। এরপর পুলিশের চোখে ধুলো দিতে গল্পও ফাঁদে ওই ব্যক্তি। জানায়, তার স্ত্রী নিরুদ্দেশ।
যদিও তদন্তে নেমে একাধিক নতুন তথ্য পায় পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম পৃথ্বীরাজ সিং। তিনি নয় মাস আগে জ্যোতি কুমারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ওই ব্যক্তি পুলিশকে জানায়, সে তাঁর স্ত্রীর উপর ক্ষুব্ধ ছিল। কারণ, বিয়ের আগে নিজের বয়স নিয়ে মিথ্যে কথা বলেছিলেন তাঁর স্ত্রী।
ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছে, “বিয়ের সময় আমার স্ত্রী আমাকে বলেছিল ওর বয়স ২৮ বছর। পরে জানতে পারি ওর বয়স আসলে ৩৮। আমার থেকে ঠিক দশ বছরের বড়। ও কখনওই আমার সঙ্গে স.ঙ্গ.মে রাজি হত না এবং বারবার আমাকে ও আমার মা-বাবাকে অপমান করত। আমাদের অসামাজিক বলত।” আর এই ঘটনাতেই স্ত্রীর উপর ক্ষুব্ধ হয়ে ওঠে সে।
স্ত্রীকে দুনিয়া থেকে সরাতে বিহারে নিজের বন্ধু সমীর কুমারের সাহায্য নিয়েছিল ওই ব্যক্তি, অভিযোগ এমনটাই। পুলিশের প্রাথমিক অনুমান, ৩ অগাস্ট ওই ব্যক্তি এবং তার বন্ধু মহিলার দেহ ভাসিয়ে দেয়। এরপর পুলিশে একটি ‘নিখোঁজ’ রিপোর্ট বা মিসিং ডায়ারি ফাইল করে।
শুধু তাই নয়, ওই মহিলার স্বামী পুলিশের কাছে দাবি করে, এর আগে একাধিকবার ঘর ছেড়ে চলে গিয়েছিল তার স্ত্রী এবং নিজে থেকেই সে ফিরে আসত। কিন্তু, এই বার বাড়ি ছাড়ার পর তার মোবাইল ফোন বারবার সুইচ অফ আসতে থাকে। তার অভিযোগের উপর ভিত্তি করেই তদন্তে নেমেছিল পুলিশ। কিন্তু, ওই ব্যক্তির বক্তব্যের মধ্যে একাধিক অসংগতি লক্ষ্য করা যায়। এরপরেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
উল্লেখ্য, ইতিমধ্যেই জ্যোতির দেহ উদ্ধার করেছে পুলিশ এবং তা নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। স্বামীর হাতেই কি মৃত্যু হয়েছে ওই মহিলার? এই উত্তর খুঁজতে তদন্তে গতি এনেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।