‘বিছানায় সক্ষম’ মন্তব্যের পর এবার বিয়ে নিয়ে বিস্ফোরক কবির সুমন

কবির সুমন

বিনোদন ডেস্ক : ৭৫ বছর বয়সেও তিনি বিছানায় সক্ষম- মাস কয়েক আগে এমনই বিস্ফোরক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার ও লেখক কবির সুমন। এবার রাজনীতি নিয়ে কথা বলার ফাঁকে বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রবীণ এই সংগীত তারকা।

কবির সুমন

আসলে কোনো কিছুতেই রাখঢাক নেই কবির সুমনের। পঞ্চায়েত ভোট ঘিরে পশ্চিমবাংলার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মমতা সরকারকে কাঠগড়ায় তোলা অপর্ণা সেনকে সদ্যই প্রশ্নবাণে বিঁধেছেন তিনি। তবে শুধু অপর্ণা নয়, কবির সুমনের প্রশ্নের মুখে পড়েন এক সাংবাদিকও।

রাজ্যের পরিবর্তন সম্পর্কিত প্রশ্নের জবাব দিতে গিয়ে এক সংবাদকর্মীকে কবির সুমন পালটা প্রশ্ন করেন, ‘আমি পাঁচবার বিয়ে করেছি। আপনি কি বিয়ে করেছেন?’ উত্তরের অপেক্ষা না করেই তিনি বলেন, ‘বুদ্ধিমান হলে করবেন না। না হলে প্রতিবার বিয়ে করেই আপনার মনে হবে, এটা তো চাইনি। যতবারই পরিবর্তন করুন না কেন পছন্দ হবে না।’

নির্বাচনের সঙ্গে এভাবে বিয়ের উদাহরণ জুড়ে দেয়ায় হতবাক অনেকেই। তার কথায়, ‘বউ পরিবর্তন করলে যেমন কিছু না কিছু অপছন্দ থেকেই যায়, সরকারের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য।’

এর আগে গত মার্চে নিজের জন্মদিনে কবির সুমন এক সাক্ষাৎকারে শারীরিক সক্ষমতার কথা ফলাও করে বলেন- ‘আমি বিছানায় এখনো চূড়ান্ত ভাবে সক্ষম। নারীরা আমাকে সমৃদ্ধ করেছেন। নতুন ধারণা আবিষ্কার করে প্রেম করাতেই আমার এনার্জি। আঁতলামি নয়, প্রেম করতে হবে শরীর দিয়ে, ভালোবাসা দিয়ে এবং সম্মান দিয়ে। এছাড়া আমাদের শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন রাগ এবং খেয়ালও আমাকে বাঁচিয়ে রাখে।’

৮৭ বছর বয়সে চু’ম্ব’ন দৃশ্য, মুখ খুললেন ধর্মেন্দ্র

সুন্দরী নারীদের জন্যই তার বেঁচে থাকা- সে কথাও বলেন কবীর সুমন। সুন্দরীদের ভিড় উপভোগ করাই জীবনের সার্থকতা তার কাছে। বারবার প্রেমে পড়েছেন, বিয়ে করছেন কখনো প্রেমের কারণে, কখনো নিছক বাধ্যবাধকতার কারণে। কিন্তু টেকেনি একটি সংসারও। ৭৫ বছর বয়সে তিনি নিঃসঙ্গ।