সরাসরি চেয়ে আমি বিছানাতে বেশি ফ্যাশনেবল : কঙ্গনা

kangana

বিনোদন ডেস্ক : একাধিক জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রীকে এই অনুষ্ঠানে অনবদ্য দেখাচ্ছিল। গোলাপী ব্লাউজ এবং কমলা স্কার্ট। যেকোনও পোশাকেই কঙ্গনা বারবারই দশ গোল দিতে পারে সকলকে। একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফ্যাশন প্রভাবশালী ডায়েট সব্য তাদের ইনস্টাগ্রাম স্টোরিজে কঙ্গনার ছবি শেয়ার করেছেন।

kangana

এবং লিখেছেন, ‘মনে রাখবেন তিনি বলেছিলেন যে ফ্যাশনকে ঘৃণা করেন (হাসির ইমোজি দিয়ে)। তবে কঙ্গনার এহেন লুকের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। তার চেহারার প্রশংসা করে কেউ কেউ তাকে ১০ এ ১০ ও দিয়েছে।’ ক্যুইন খ্যাত অভিনেত্রী সেই পোস্টটি আবার শেয়ারও করেছেন।

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

তার ইনস্টাগ্রাম স্টোরিজে সেই গল্পের একটি স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, ‘আমি কখনওই বলিনি যে আমি ফ্যাশনকে ঘৃণা করি। আমি যখন বিছানায় যাই তখনও আমি ফ্যাশনেবল। আমি কেবল উৎসাহিত করতে চাই মেড ইন ইন্ডিয়া পণ্য। আমাদের অবশ্যই সেখানে ব্যয় করতে হবে যেখান থেকে আমাদের নিজেদের উপার্জন হবে। আমি যেটি পরেছি, সেটা গর্বের সঙ্গে তৈরি ইন্ডিয়ান পোশাক, এবং এটাই সত্যি যে আমরা বিশ্বের মধ্যে সেরা এবং ভালো।’