আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বিচারবিভাগের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করেছেন ইসলামাবাদের একটি আদালত। আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যায্য বিচার চেয়ে একটি আবেদন নিষ্পত্তি করার সময় বিচারক রানা নাসির জাভেদ এই আদেশ দেন। খবর ডনের।
ইমরান খানের রাজনৈতিক বা উত্তেজনা তৈরি করে এমন মন্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, সেনাবাহিনী ও বিচারবিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন ইমরান খান। যা বিচার বিভাগের মর্যাদাকেই শুধু ক্ষতিগ্রস্ত করেনি বরং ন্যায়বিচার প্রদানের মতো বিচারিক কার্যক্রমকেও বাধাগ্রস্ত করেছে।
ছবিতে থাকা ভুলটি ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
এ সময় আদালতের মর্যাদা ব্যাহত করতে পারে এমন রাজনৈতিক বা উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে আইনজীবী দল ইমরান খান ও তার স্ত্রী এবং তাদের পক্ষের আইনজীবিদের অনুরোধ জানান আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।