জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটাবিরোধী আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছেন। সে ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে এবং যারা হত্যার শিকার হয়েছেন তাদের পরিবারের জীবন-জীবিকার বিষয়টির সহযোগিতা করবে সরকার।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ভাষণে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ টেলিভিশনসহ দেশের অন্য সম্প্রচার মাধ্যমগুলোতে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি প্রচার করে।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।
উচ্চ আদালতে শিক্ষার্থীদের হতাশ হতে হবে না, আশা প্রধানমন্ত্রীর
আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসার পযর্ন্ত ধৈয্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস তারা ন্যায়বিচার পাবে, হতাশ হতে হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।