আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে একজন সিনিয়র বিচারকের ছেলের দামি জুতা চুরি হয়েছে। এ নিয়ে একপ্রকার শোরগোল পড়েছে। চোরকে ধরতে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ওই বিচারকের নাম জোগেন্দ্র কুমার আগরওয়াল। তিনি রাজস্থানের আলোয়ারে পস্কো আদালতের সিনিয়র বিচারক। গত ২০ আগস্ট জয়পুরের বাদি ছৌপার এলাকায় ব্রিজ নিধি মন্দিরে পুজা দিতে যান জোগেন্দ্রর ছেলে। বাইরে জুতো খুলে পুজা দিয়ে বেরিয়ে দেখেন জুতাজোড়া নেই। তখনই মানক চক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বিচারক।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই জুতা জোড়ার দাম ভারতীয় মুদ্রায় ১০ হাজার রুপি। রিবকের ১১ সাইজের জুতা খুঁজে বের করতে পুলিশের ওপর বেজায় চাপ পড়েছে।
জুতা খুঁজতে ইতিমধ্যে মানক চক থানার হেড কনস্টেবল মনিরামের নেতৃত্বে তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। তারা মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোর খুঁজতে নেমে পড়েছেন।
এ নিয়ে আটকও করা হয়েছে কয়েক জনকে। তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি বিচারকের ছেলের জুতার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।