বিদেশ থেকে ফোন আনা নিয়ে দুঃসংবাদ

Mobile

জুমবাংলা ডেস্ক : এখন থেকে বিদেশফেরত যাত্রীরা বিনা শুল্কে নতুন ফোন আনতে পারবেন না। ব্যবহৃত দুইটি ফোন বিনা শুল্ক-কর পরিশোধ করে এবং একটি নতুন ফোন শুল্ক পরিশোধ করে আনতে পারবেন বিদেশফেরত যাত্রীরা। আজ বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

Mobile

সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালার বিধি (৩) এর উপবিধি (৫) এ উল্লিখিত বিধানে দুটি মোবাইল ফোন সকল প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে খালাসের পরিবর্তে ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন সকল প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে খালাসের বিধান এবং শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে ১টি নতুন মোবাইল ফোন আমদানি করার বিধান প্রতিস্থাপন করার সুপারিশ করছি।

মোদির নতুন যাত্রায় হাজির শাহরুখ থেকে অক্ষয়, আম্বানি থেকে আদানি

আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম বাজেট। নতুন অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা যা চলতি বাজেটের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। এবারের বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’- এবারের বাজেটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।