আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে ভ্রমণ, ব্যবসা বা ট্রানজিট—যেকোনো উদ্দেশ্যেই আগামী ১ মে ২০২৫ থেকে দেশটিতে প্রবেশ করতে হলে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ বা TDAC ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। থাইল্যান্ডের পর্যটন ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, TDAC ছাড়া কোনো বিদেশি নাগরিক দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
পরিবার বা দলগতভাবে ভ্রমণ করলেও, প্রত্যেক যাত্রীর জন্য আলাদাভাবে TDAC ফরম পূরণ করতে হবে।
TDAC ফরমে যা যা লাগবে:
ফরমটি তিনটি ভাগে বিভক্ত:
- ব্যক্তিগত তথ্য: নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর ইত্যাদি।
- ভ্রমণ সংক্রান্ত তথ্য: ফ্লাইট নম্বর এবং থাইল্যান্ডে থাকার অস্থায়ী ঠিকানা।
- স্বাস্থ্য সংক্রান্ত তথ্য: যাত্রীর কোনো অসুস্থতা আছে কি না বা চিকিৎসাধীন কি না—এসব তথ্য।
এই ফরম যাত্রার অন্তত ৭২ ঘণ্টা (৩ দিন) আগে অনলাইনে পূরণ করতে হবে। ফরম জমা দেওয়ার পর তথ্য যাচাই করা হবে, এবং নিরাপত্তার স্বার্থে TDAC ফরমের প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
৯০ দিনের বেশি অবস্থানকারীদের জন্য আলাদা নির্দেশনা
যারা থাইল্যান্ডে ৯০ দিনের বেশি সময় থাকবেন, তাদেরকে প্রতি ৯০ দিন অন্তর নিকটবর্তী ইমিগ্রেশন অফিসে গিয়ে নিজের অবস্থানের তথ্য লিখিতভাবে জমা দিতে হবে।
থাই কর্তৃপক্ষের মতে, এই নতুন ডিজিটাল ফরম পদ্ধতি দেশের অভ্যন্তরে প্রবেশ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।