আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যেরর মন্টগোমারি কাউন্টির বিদ্যুৎ লাইনের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। এ ঘটনায় অন্তত ৮৫ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় রবিবার বিকালে সাড়ে ৫টার দিকে মন্টগোমারি কাউন্টি এয়ার পার্কের কাছে বিদ্যুত লাইনের ওপর এক ইঞ্জিনবিশিষ্ট মুনি এম২০জে বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানের ২ আরোহীকে প্রায় ১০০ ফুট উপরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তবে দুর্ঘটনায় বিমানটি একেবারে ভেঙেচুরে যায়নি।
মেরিল্যান্ড পুলিশ জানিয়েছে, বিমানটিতে পাইলট হিসেবে প্যাট্রিক মাইকেল এবং যাত্রী জ্যান উইলিয়ামস ছিলেন। তাদেরকে উদ্ধার করা হয়েছে। পাইলটের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং উইলিয়ামস হলেন লুইজিয়ানা অঙ্গরাজের অধিবাসী।
বৃষ্টির মধ্যে বিমানটি ওই বিদ্যুতের লাইনের ওপরে পড়ে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনার মূল কারণ জানা যায়নি। সূত্র: সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক পোস্ট, সিবিএস নিউজ, ফক্স নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।