বিদ্যুৎ বিল বাঁচাতে চমৎকার কৌশল

biddut bill

লাইফস্টাইল ডেস্ক : বাসা-বাড়িতে এসি চালিয়ে অনেকে ভাবেন প্রচুর বিদ্যুৎ খরচ হচ্ছে। অনেকে আবার ভাবেন, একটানা অনেকটা সময় ফ্যান চালালে বিল আসবে বেশি। কেউ আবার বেশি বিল আসার ভয়ে লাইট বন্ধ করেন ঘন ঘন।

biddut bill

অনেকে ভাবেন, মোবাইল চার্জ দেওয়ার পর সকেট থেকে অ্যাডাপ্টর না খুললে ইলেকট্রিক বিল বেশি আসতে পারে। ইলেকট্রিক বিল নিয়ে অনেকরকম ধারণা আছে মানুষর মধ্যে।

তবে ফ্যান, লাইট ছাড়াও বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স রয়েছে যেগুলো প্রচুর বিদ্যুৎ খরচ করে। জানুন এসব বৈদ্যুতিক যন্ত্র সম্পর্কে।

আমরা সবাই মোটামুটি জানি, বাড়িতে সব থেকে ইলেট্রিসিটি খরচ হয় এসি চালালে। এসি যতটা কম সময় চালাতে পারবেন, ততই কম বিল আসবে। অনেকে এসির সঙ্গে ফ্যান চালান। বিল বাঁচাতে এটাও চমৎকার কৌশল।

এসির পর যে হোম অ্যাপ্লায়েন্স পৃথিবীর সর্বত্র ব্যবহার হয় তা হল ওয়াশিং মেশিন। জামা পরিষ্কার এবং শুকানোর জন্য প্রচুর পরিমাণে শক্তি খরচ করে ওয়াশিং মেশিন। তাই বিদ্যুৎ বিল খরচ কমানোর জন্য ওয়াশিং মেশিন ব্যবহারে নিয়ন্ত্রণ করতে পারেন।

মাস শেষে যে মোটা অংকের বিল আসে তার বড় অংশ ফ্রিজের কারণে। তাই ফ্রিজের দরজা সবসময় ভালোভাবে বন্ধ করুন। ফ্রিজ প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে যে তাপমাত্রা বলে দেওয়া হয় সেটাই রাখার চেষ্টা করুন।

বাংলাদেশিরা কীভাবে পাবেন আমিরাত আইডি কার্ড

বাড়িতে এলইডি ব্যবহার করলে বিলের অংক অনেকটা কমতে পারে। তবে মনে রাখবেন, লাইটের থেকে ফ্যান বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। ফলে বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখতে ফ্য়ান দীর্ঘ সময় চালানো থেকে বিরত থাকতে হবে।