বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে সহায়তা করতে বিনামূল্যে আইইএলটিএস প্রস্তুতি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যবিপ্রবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
গত ৬ আগস্ট যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ‘তুমিই পারবে’ কার্যক্রমের আওতায় এবং গবেষণাধর্মী সংগঠন ‘জাস্ট রিসার্চ সোসাইটি’র সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ১৭ থেকে ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য আবেদন করার শেষ তারিখ ১০ আগস্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক মাহমুদ নকিব তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘কতটা সুন্দর উদ্যোগ! ঢাবিতে দুই দিন রাজনৈতিক প্রোগ্রাম আর তিন দিন রাজনীতি বন্ধের মিছিল।’
আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক ড. মো. আমিনুল ইসলাম বিজ্ঞপ্তিটি শেয়ার করে মন্তব্য করেন, ‘হাইলি অ্যাপ্রিশিয়েটেড! সম্ভবত দেশের ইতিহাসে এটাই প্রথম। অন্যান্য বিশ্ববিদ্যালয় এ ধরনের আয়োজন করলে শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করবে।’
যবিপ্রবি রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান বলেন, যবিপ্রবি একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের একটি বড়সংখ্যক শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছেন।
সে ক্ষেত্রে প্রায় সবারই আইইএলটিএস পরীক্ষা দিতে হয়। সুতরাং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নিসন্দেহে অনেক কার্যকার হবে। এর পাশাপাশি বৃহৎ পরিসরে আইইএলটিএস তথা সবার জন্য ইংরেজি শেখানোর উদ্যোগ গ্রহণ করলে শিক্ষার্থীদের জন্য আরও ফলপ্রসূ হবে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাবিপ্রবি) নামের একটি ফেসবুক পেজ লিখেছে, ‘যবিপ্রবি শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস প্রস্তুতির ওপর বিশেষ প্রশিক্ষণ।
অন্য বিশ্ববিদ্যালয়ের দালালি নয়, বরং হতাশা থেকেই এই পোস্ট। একটি বিশ্ববিদ্যালয় কতটা শিক্ষার্থীবান্ধব হতে পারে, যবিপ্রবিকে দেখলেই বোঝা যায়। তারা আমাদের চেয়ে পরে যাত্রা শুরু করলেও গবেষণা, পরিবেশ, শিক্ষার মান, সবক্ষেত্রেই অনেক এগিয়ে গেছে।’
যবিপ্রবি কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে নতুন সুযোগ তৈরি করবে এবং তাদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় এগিয়ে নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।