আন্তর্জাতিক ডেস্ক : ডলার সংকটের মুখে বিলাসবহুল পণ্য আমদানিতে বিধিনিষেধ সত্ত্বেও বন্ধ হচ্ছে না গাড়ি আমদানি। বরং বাজেট সামনে রেখে গত চার মাসে বাংলাদেশে পাঁচ হাজার কোটি টাকা মূল্যের আট হাজার গাড়ি আমদানি করেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
মে মাসের ২০ দিনেই আমদানি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি গাড়ি। বাজেটের পর বাড়তি দামে বিক্রি করতে আমদানি করা এসব গাড়ি সরবরাহ না করে চট্টগ্রাম বন্দরের শেডকেই শোরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্যানুযায়ী, বন্দরের বিভিন্ন শেডে বর্তমানে ২ হাজার ১১৮টি গাড়ি রয়েছে। ফেব্রুয়ারি থেকে গত চার মাসে ৭টি জাহাজে করে ৩ হাজার ৮১৮টি গাড়ি খালাস করা হয়েছে। আর কেবল মে মাসের প্রথম ২০ দিনে ৩টি জাহাজে রেকর্ড পরিমাণ ১ হাজার ৫১২টি গাড়ি আমদানি হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ডলার সংকট কাটাতে গত বছরের আগস্ট থেকে গাড়িসহ বিলাসবহুল পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করে সরকার। ডিসেম্বর পর্যন্ত বিধিনিষেধ মানা হলেও জানুয়ারি থেকে ব্যাংকগুলোর সঙ্গে আঁতাত করে গাড়ি আমদানির ঋণপত্র খুলতে থাকেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে গাড়িতে শুল্কহার বাড়াতে পারে সরকার, সেই তথ্যের ওপর ভিত্তি করে গণহারে গাড়ি আমদানি চলছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব মো. ওমর ফারুক বলেন, মে মাসেই গাড়ি আমদানি হয়েছে গত কয়েক মাসের চেয়ে বেশি। বাজেটে দাম বাড়ার আশায় গাড়ি আমদানিটা একটু বেড়ে যায়। চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সী বলেন, আমদানি করা আইটেমে কোনো শর্ত যুক্ত না থাকলে সে ক্ষেত্রে কাস্টমস থেকে কোন কিছু করা হয় না।
ডলার সংকটের মাঝেও বাজেট সামনে রেখে অতিরিক্ত গাড়ি আমদানির এমন অভিযোগ মানছেন না গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা। বারভিডার দাবি, গত বছরের ঋণপত্র খোলা গাড়িগুলোই এখন আমদানি হচ্ছে।
স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা, সাহসী দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ
বারভিডার সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী সময় সংবাদকে বলেন, এত মাসের জমানো গাড়িগুলো একসঙ্গে আসার কারণেই মনে হচ্ছে অনেক বেশি। প্রতিমাসের আমদানি হওয়া গাড়ি সময়মতো এলে এমনটা মনে হতো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।