বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় বাজিমাতের পর বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি বিবাহবার্ষিকী ও নিজের মতো করে নতুন বছরের কিছুদিন কাটাতে স্বামীকে নিয়ে দুবাই ছিলেন মিম। সেই অবসর কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। কিন্তু তার আগেই ভক্তদের জন্য শীতের দুপুরে কিছু উপহার নিয়েই যেনো হাজির হলেন এই অভিনেত্রী।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ও পেইজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন মিম। যেখানে তাকে বেশ খোলামেলা অবতারেই দেখা গেছে। সাদা শার্টের মতো এক পোশাকে ফটোশুট করেছেন তিনি। সেই ছবিগুলোই শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
মিমের সেই ছবিতে ভক্তরাও যেনো ঝাপিয়ে পড়ছে। সবাই তাদের পছন্দের নায়িকার এমন অবতার বেশ ভালোভাবেই নিয়েছে। মিমের ছবির ও সৌন্দর্য্যর প্রশংসাও করছে সকলে।
এদিকে মিমের নতুন সিনেমার নাম ‘মানুষ’। এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করবেন টালিপাড়ার জনপ্রিয় নায়ক জিৎ। সঞ্জয় সমাদ্দর পরিচালিত মানুষ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মিম। সিনেমাটির জন্য পুরোদমে কাজ করতে আগামী ১৫ জানুয়ারি থেকে শুটিংয়ে অংশ নেবেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।