বিনোদন ডেস্ক : বিশ্ব জুড়ে চলছে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা। শিরোপা জেতার লড়াইয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। সময় যত যাচ্ছে, ততই যেন উত্তেজনা বাড়ছে। আর্জেন্টিনা কী পারবে নিজের ঘরে শিরোপা তুলতে, নাকি গেল বারের মতো এবারও জয়ের ধারা বজায় রাখবে ফ্রান্স? আর বিশ্বকাপের এই জ্বরে আক্রান্ত শোবিজ অঙ্গনের সবাই।
এদিকে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সমর্থন করেন ব্রাজিল। তবে তার দল কোয়ার্টার ফাইনালেই বিদায় হয়েছে। ক্রোয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বাড়ি ফেরেন।
ব্রাজিল হেরে যাওয়ার পর বিশ্বকাপ খেলা দেখার আগ্রহ কমে গেছে মিমের। এরই মাঝেই ব্যস্ত হয়ে পড়েন নতুন ছবির শুটিংয়ে। বর্তমানে তিনি কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন।
তবে নিজের প্রিয় দল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে না উঠলেও ফাইনাল ম্যাচ দেখার অধীর আগ্রহের কথা জানালেন মিম। রবিবার ১৮ (ডিসেম্বর) গণমাধ্যমে এ মিম জানান, ‘ব্রাজিল নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম। আমার দল তো হেরে বিদায় নিয়েছে। তবুও কেন জানি ফাইনাল ম্যাচ নিয়ে একটা উত্তেজনা কাজ করছে। বলা চলে ফাইনালে উঠা দুটো দলই ভালো খেলে।
তিনি আরও বলেন, ‘তবে লড়াই যাদের সঙ্গেই হোক বিশ্বকাপের ট্রফিটা এবার মেসির হাতেই উঠবে বলে আমার ধারণা। আমার মন বলছে, এবারের কাপটা মেসিই নেবে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাবে। এখন বাকিটা বোঝা যাবে খেলার মাঠে।’
এর আগে মিম বলেছিলেন, আমার প্রিয় দল ব্রাজিল। ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থন করে আসছি। ব্রাজিল শুধু আমার একার পছন্দের দল তা নয়। পরিবারের প্রতিটি সদস্যই ব্রাজিল দলের প্রতি দুর্বল। পরিবারের সবার সঙ্গে বসেই ব্রাজিলের খেলাগুলো দেখি। আমি চাই এবার ব্রাজিল বিশ্বকাপ ঘরে তুলুক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।