ফেসবুকে সুখবর দিলেন মিম

Bidya Sinha Saha Mim

বিনোদন ডেস্ক : অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। তবে এরই মধ্যে আরও একটি সু-খবর দিলেন এই নায়িকা। নতুন সিনেমায় কাজ শুরু করেছেন তিনি।

Bidya Sinha Saha Mim

সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ইস্কাটনে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

সিনেমাটি নিয়ে মিম বলেন, ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে। আমার বিশ্বাস ভালো কিছু হবে।

তিনি বলেন, সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে।

এই সিনেমায় শহীদুল্লা কায়সারের ভূমিকায় অভিনয় করবেন মোস্তফা মনোয়ার। গেল ২৮ জুন মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।