বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় ও ‘বিতর্কিত’ রিয়েলিটি শো ‘বিগ বস’ নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। এবারে নতুন সিজনকে ঘিরে উঠে আসছে ভিন্নরকম আলোচনা। রোববার (১১ সেপ্টেম্বর) টিজার মুক্তির পর আলোচনার তুঙ্গে ‘বিগ বস ১৬’। এবার কারা থাকতে পারেন এবারের প্রতিযোগী হিসেবে, সেটা নিয়ে চলছে নানা গুঞ্জন।
আগামী মাসেই মুক্তি পাবে বিগ বসের নতুন সিজন। সময় যত ঘনিয়ে আসছে দর্শকদের উত্তেজনাও তত বাড়ছে। এবার বিগ বসের ঘরে কাদের দেখা যেতে পারে, তা নিয়ে একটি আনুমানিক ধারণা এ প্রতিবেদনে। বিগ বস ১৬’র সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা।
১. ফয়সাল শেখ: ‘টিকটক স্টার’ খ্যাত ফয়সাল শেখ ওরফে মি. ফ্যায়সু। বিতর্কিত ভিডিওর কারণে যাকে ব্যানও করেছিল টিকটক কর্তৃপক্ষ। ‘খাতরো কে খিলাড়ি’ দিয়ে যার জনপ্রিয়তা বেড়েছে দ্বিগুণ। বর্তমানে ‘ঝালাক দিখলা জা ১০’ নিয়ে ব্যস্ত রয়েছেন এই ইন্টারনেট সেনসেশন। তবে শোনা যাচ্ছে, ‘বিগ বসে’ দেখা যেতে পারে ফয়সালকে। তার মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘আমাদের কথা চলছে, তবে এখনও কিছু পাকাপোক্ত হয়নি।’
২. শুভাঙ্গী আত্রে: দর্শকপ্রিয় সিরিয়াল ‘ভাবি জি ঘার পার হ্যায়’র আঙ্গুরী ‘ভাবি’ খ্যাত তারকা শুভাঙ্গী আত্রেকেও বিগ বস কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: দর্শক-নির্মাতা সবার মুখেই ফারিণের জয়ধ্বনি
৩. ফাহমান খান: স্টার প্লাসের অখ্যাত সিরিয়াল ‘ইমলি’ থেকে বিদায় নিয়েছেন অভিনেতা ফাহমান খান। এরপরই তার কাছে প্রস্তাব আসে বিগ বসের। শোনা যাচ্ছে বর্তমানে আলোচনা চলছে তার সঙ্গে।
৪. টিনা দত্ত: টিনা দত্তকে চেনে না, এমন কোনো টেলিভিশন দর্শক পাওয়া দুষ্কর! বিগ বস ১৬ তে দেখা যেতে পারে বোল্ড চুলবুলি এই টিভি অভিনেত্রীকে।
আরও পড়ুন: কনক চাঁপার শুভ জন্মদিন
৫. রাজ কুন্দ্রা: এএনআই’র মতে, শিল্পা শেঠির বোন শামিতা শেঠির পর এবার শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে দেখা যেতে পারে বিগ বসে। শোনা যাচ্ছে, রাজ এবং শো কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে এ বিষয়ে। ২০২১ সালে রাজের গ্রেফতার এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে জনমনে। সেসবের খোলাসা হতে পারে বিগ বস ১৬ তে।
৭. নুসরাত জাহান: টালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহানও হতে পারেন বিগ বসের একজন প্রতিযোগী। এ বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্ত না এলেও, মুখিয়ে আছে নুসরাত ভক্তরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।