বিনোদন ডেস্ক : খুব শীঘ্রই এবার ‘বিগবস’ অংশ নিতে চলেছেন জনপ্রিয় বাঙালী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, এমনটাই শোনা গিয়েছে সম্প্রতি। হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হলো ‘বিগবস’। সলমন খান সঞ্চালিত এই শো নিয়ে প্রত্যেক সিজনে মানুষের মনে কী পরিমাণ উত্তেজনা থাকে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
এবারও তার অন্যথা হয়নি। এই সিজনে কারা আসতে চলেছেন, এমনকি সেখানে কী থিম হতে চলেছে সেই বিষয়ে জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। শোনা গিয়েছে ‘খতড়ো কে খিলাড়ি’ শেষ হওয়া মাত্রই শুরু হয়ে যাবে এই শো’এর নতুন সিজন। কিছুদিন আগে শোনা গিয়েছিল এবারের জন্য নাকি বেশি পরিমাণে পারিশ্রমিক চেয়েছেন সলমান খন।
অন্য বারের চেয়ে নাকি এবার তিনগুণ বেশি পারিশ্রমিক দাবী করেছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। এরই মাঝে আবার শোনা গিয়েছে এই সিজনে জনপ্রিয় এক বাঙালী অভিনেত্রীকে দেখা যাবে। তিনি আর কেউ নন সকলের প্রিয় ঋতাভরী চক্রবর্তী। ইতিমধ্যেই নাকি তার কাছে বিগবসের তরফ থেকে অফার পৌঁছেছে।
যদিও তিনি সেটি গ্রহণ করেছেন কিনা তা এখনো জানা যায়নি। তবে সময়ের সাথে সাথে সবটাই স্পষ্ট হয়ে যাবে দর্শকের কাছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ভীষণই সক্রিয় থাকেন এই অভিনেত্রী। নিত্যদিন সেখানে ভাগ করে নেন তার নিজের নানান ছবি থেকে শুরু করে ভিডিও। ওয়েস্টার্ন হোক বা ভারতীয় সবেতেই লাস্যময়ী লাগে এই অভিনেত্রীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।